TRENDING:

Viral Rabindranath: ২৫ বৈশাখ এল বলে, তার আগেই দিনহাটার রাস্তায় এ কোন রবীন্দ্রনাথ!

Last Updated:

Viral Rabindra Nath: অবাক কাণ্ড! ২৫শে বৈশাখের আগেই কোচবিহারে দেখা মিলল রবীন্দ্রনাথের ঠাকুরের! 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: সামনেই ২৫শে বৈশাখ। এই বিশেষ দিনেই বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তাইতো এই বিশেষ দিনটিকে মনে রাখতে বাঙালি প্রতি বছর সমারোহের সঙ্গে দিনটিকে পালন করে আসছে। তবে এবার ২৫শে বৈশাখের আগেই কোচবিহারের ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। কোচবিহারের রাস্তায় দেখা মিলল রবীন্দ্র নাথ ঠাকুরের।
advertisement

তবে রবীন্দ্র নাথ তো পরলোক গমন করেছেন বহুদিন পূর্বে তবে এটা আবার কে? নিশ্চয় প্রশ্ন জাগছে মনে। না ইনি সত্যিই রবীন্দ্র নাথ নয়। অবিকল রবীন্দ্র নাথ ঠাকুরের মতন দেখতে একজন ব্যক্তি। যা বাড়ি কোচবিহার জেলার দিনহাটা মহকুমার আলোকঝাড়ি এলাকায়। তাঁর নাম ফনিন শর্মা। বয়স তাঁর প্রায় ৭৬ বছর।

ফনিন শর্মা জানান, “তিনি শুরু থেকে এরকম ছিলেন না। দীর্ঘ প্রায় ১০ বছর আগে থেকে এই বিষয়টি শুরু হয় তাঁর জীবনে। তাঁর মামা মারা যাওয়ার পর তিনি দাড়ি বড় করতে শুরু করেন। আর তারপর থেকেই তাই জীবন এই পরিবর্তন। তখন অনেকেই তাঁকে দেখে অবিকল রবীন্দ্র নাথ ঠাকুরের মতন মনে করতে শুরু করেন। তারপর থেকে এলাকার মানুষেরাও তাঁকে দেখে রবীন্দ্র নাথ বলেই ডাকতে শুরু করেন। যদিও এই বিষয়টি তিনি বেশ উপভোগ করেন। তবে তিনি সামনাসামনি কোনদিন রবীন্দ্র নাথকে দেখেন নি। এছাড়া তিনি রবীন্দ্র নাথ ঠাকুরের মতন লিখতে জানেন না। তবে রবীন্দ্র নাথের সর্ম্পকে লোকের মুখে মুখে শুনেছেন অনেককিছু।\”

advertisement

তিনি আরও জানান, “২৫ শে বৈশাখের দিনে অন্যান্য বাঙালিদের মতন তিনিও পালন করেন রবীন্দ্র জন্ম জয়ন্তী। তবে তিনি কোন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন না। একবার এলাকার কিছু ছেলেরা তাঁকে রবীন্দ্র নাথ সাজাতে চেয়েছিলেন। তবে তিনি বাড়িতে না থাকায় সেই সুযোগ হয়নি। তবে তিনি এভাবেই ভাল রয়েছেন। তিনি রবীন্দ্র নাথ সেজে ঘুরে বেড়াতে চান না।”

advertisement

View More

তাঁর ছেলে শিবু শর্মা জানান, “দীর্ঘ সময় ধরে বাবাকে এমন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন তাঁরা। যদিও বাবার এই রূপ দেখতে তাঁদের বেশ মজাই লাগে। তবে তাঁর বাবাও এই বিষয়টিকে বেশ অনেকটাই উপভোগ করেন।” তবে রাস্তায় এই ব্যক্তিকে চোখে পড়লে যেকোন মানুষ রবীন্দ্র নাথ বেঁচে উঠেছেন ভেবে ভুল করতেই পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Rabindranath: ২৫ বৈশাখ এল বলে, তার আগেই দিনহাটার রাস্তায় এ কোন রবীন্দ্রনাথ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল