স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেটলা নেপরা এলাকায় এক গৃহবধূ বাড়ির পেছনে লুকিয়ে পোস্ত চাষ করছিলেন। স্থানীয় মানুষরা জানতে চেয়েছিলেন তিনি কিসের চাষ করছেন। গৃহবধূ জানিয়েছেন, এটা সবজির সঙ্গে খাওয়া যায়, সেই জন্যই তিনি চাষ করছেন।
advertisement
তবে, এরপর পোস্ত চাষের কথা জেনে যায় এলাকার মানুষ। তারপর এলাকায় মানুষ ভিড় জমায় এই চাষ দেখতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক সেই গৃহবধূ ও তাঁর পরিবার। যদিও পুলিশ অভিযান চালিয়ে সেই সমস্ত পোস্ত গাছ নষ্ট করে দেয়।
এই অভিযান প্রসঙ্গে কোচবিহার জেলা সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, অবৈধভাবে গাঁজা কিংবা পোস্ত চাষ করলে এভাবেই অভিযান চালাবে পুলিশ। গোপন সূত্রে খবরে ভিত্তিতে হানা দেয় শীতলকুচি থানার পুলিশ। তারপর পুলিশি অভিযান চালিয়ে নষ্ট করা হয় প্রায় ১৬ কেজি পোস্ত। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের এই ধরনের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে এলাকার মানুষ।
Sarthak Pandit