সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হতেই যন্ত্রের মাধ্যমে ধৃত মহিলার দেহে তল্লাশি চালিয়ে ৫১ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করা হয়।৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ন সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই মহিলার নাম খতেজা খাতুন। ধৃত ঐ মহিলার বাড়ি হিলির হাড়িপুকুর এলাকায় । ৬১ নম্বর সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্ত হিলির উন্মুক্ত হাড়িপুকুর সীমান্তে নজরদারি চালানোর সময় দেখতে পান ওই ভারতীয় মহিলা উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন।
advertisement
আরও পড়ুন: কলকাতায় এসে নিউটাউনে ফ্ল্যাটে ‘খুন’ বাংলাদেশের সাংসদ! ভয়াবহ ঘটনা, রহস্য মোড়া নীল গাড়ি
বিএসএফের সন্দেহ হওয়ায় জওয়ানরা মেটাল ডিটেকটরএর মাধ্যমে দেহের মধ্যে মেটাল জাতীয় কিছু থাকার সন্ধান পায়। বিএসএফের দাবি, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত মহিলা স্বীকার করে নেন তাঁর যৌনাঙ্গে ৬টি সোনার বিস্কুট রয়েছে। এরপর একে একে ছয়টি সোনার বিস্কুট যৌনাঙ্গ থেকে বের করেন ওই মহিলা।
উদ্ধার হওয়া ওই ছয়টি সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য ৫১ লক্ষ ২১ হাজার ৮২৮ টাকা বলে বিএসএফ সূত্রে জানা যায়। এরপর আইনি প্রক্রিয়া শেষ করে ওই মহিলাকে হিলি শুল্ক দফতরের অপরাধ দমন শাখার হাতে তুলে দিয়েছে বিএসএফ বলে সূত্রের খবর।
—– সুস্মিতা গোস্বামী