TRENDING:

Viral New Soft Drink: গরমের শুরুতেই বাজারে হিট হালকা লালচে এই ঠান্ডা পানীয়! আগে কখনও খাননি

Last Updated:

পানীয়টি দেখতে হয় হালকা লাল রঙের। ছোট থেকে বড় সবাই এই পানীয়ের স্বাদ নিয়ে প্রাণ জুড়োচ্ছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: ইতিমধ্যেই ঠান্ডার মরশুম কেটে গিয়ে গরমের আমেজ অনুভব হচ্ছে। আর গরম পড়তেই বাজারে বিক্রি বেড়েছে ঠান্ডা পানীয়ের। তবে গ্রাম বাংলার দিকে ছোট ছোট ছেলেমেয়েরা সাধারণভাবে বোতলবন্দি ঠান্ডা পানীয়ের চেয়ে বিভিন্ন আকর্ষক রঙিন পানীয় বেশি পছন্দ করে। এই সময় বাজারে পাওয়া যায় বহু ধরনের ককটেল ও মকটেলের আকর্ষণীয় সব সম্ভার। এবারের গরমের শুরুতেই কোচবিহারে নজর কেড়ে নিয়েছে এক আকর্ষণীয় নতুন পানীয়। ইতিমধ্যেই যাতে মজেছে সকলে।
advertisement

আরও পড়ুন: জমি জট কাটতেই সবুজ সঙ্কেত বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেল প্রকল্পে

এই পানীয় দেখতে হয় হালকা লাল রঙের। ছোট থেকে বড় সবাই এই পানীয়ের স্বাদ নিয়ে প্রাণে শান্তি আনছেন। কোচবিহারের এক খাঁটি বাঙালি রেস্তোরাঁয় এই পানীয়ের আকর্ষণে ভিড় হচ্ছে প্রতিনিয়ত। মূলত স্ট্রবেরি দিয়ে তৈরি হচ্ছে এই বিশেষ আকর্ষনীয় জুস।

advertisement

রেস্তোরাঁর কর্ণধার সুব্রত দত্ত জানান, হালকা লাল রঙের এবং খুবই রিফ্রেশিং জুস এটি। এর স্বাদের মধ্যে মিষ্টি এবং হালকা টক দইয়ের স্বাদ আছে। এর মধ্যে থাকা সোডা ও স্ট্রবেরি পেস্ট এই পানীয়ের স্বাদ বাড়িয়ে তোলে কয়েকগুণ। তাঁদের রেস্তোরাঁয় এই পানীয় খেতে খুবই সুস্বাদু। এটি তৈরি করতে প্রয়োজন স্ট্রবেরি পেস্ট, লেবুর রস, সামান্য চিনি, লেমনেড, সোডা, লেমন হুইল, আইস কিউব। এই কয়েকটি উপকরণ থাকলেই বানানো সম্ভব এই অসাধারণ ঠান্ডা পানীয়।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

ওই রেস্তোরাঁর এক ক্রেতা ডোনা গুন জানান, গরমে ঠান্ডা পানীয় সকলেই পছন্দ করে থাকেন। তবে এই পানীয় যেন একটু বেশিই সুস্বাদু। তাই এর জনপ্রিয়তা কিছুটা হলেও বেশি। এটি যেকোনও বয়সের বাচ্চাদের জন্য নিরাপদ বলে দাবি করা হয়েছে। ৯০ টাকা দিলেই পাওয়া যাচ্ছে এই অসাধারণ ঠান্ডা জুসটি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral New Soft Drink: গরমের শুরুতেই বাজারে হিট হালকা লালচে এই ঠান্ডা পানীয়! আগে কখনও খাননি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল