TRENDING:

Viral Drink: ‘মোহাব্বতের’ টানে ছুটে আসছে প্রেমিক-প্রেমিকারা! ভালবাসার সপ্তাহে কী খেতে ভিড় জমাচ্ছে সবাই?

Last Updated:

Viral Drink: অসাধারণ সুস্বাদু এই শরবত কিন্তু কোচবিহারে আগে পাওয়া যেত না। দুধ, রোজ সিরাপ এবং তরমুজ দিয়ে তৈরি করা হচ্ছে এই সুস্বাদু শরবত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: কোচবিহার জেলার এক জুসের দোকান। আর সেই জুসের দোকান বর্তমান সময়ে নতুন করে ব্যাপক ভাইরাল এক বিশেষ পানীয়ের জন্য। ভালবাসার সপ্তাহে ইতিমধ্যেই প্রেমিক-প্রেমিকাদের প্রেম জমে উঠেছে। এরমধ্যেই কোচবিহার জেলায় একেবারে নতুন এক শরবত সকলের মন জয় করতে। অসাধারণ সুস্বাদু এই শরবত কিন্তু কোচবিহারে আগে পাওয়া যেত না। দুধ, রোজ সিরাপ এবং তরমুজ দিয়ে তৈরি করা হচ্ছে এই সুস্বাদু শরবত। এই শরবতের স্বাদ নিতে সকাল থেকে সন্ধ্যা ভিড় করছেন বহু মানুষ।
advertisement

দোকানের কর্ণধার ইকরাম হক জানান, “তাঁর এই দোকানে দীর্ঘ সময় ধরে বহু ধরনের পানীয় তিনি বিক্রি করেন। তবে ভালবাসার সপ্তাহ উপলক্ষ্যে এই শরবত তিনি শুরু করেছেন নতুন করে। প্রথম দিন একেবারে ফ্রিতে দেওয়া হয়েছিল এই শরবতটি সকলকে। তবে বর্তমান সময়ে এই শরবতের গ্লাস প্রতি দাম রয়েছে ৪০ টাকা।

আরও পড়ুন: ১৪ ফেব্রুয়ারি থেকেই ঘুরে যাবে ভাগ‍্যের চাকা! প্রেম দিবস থেকেই ৫ রাশির ব‍্যাঙ্ক ব‍্যালেন্স উপচে পড়বে, সাফল‍্য হাতের মুঠোয়

advertisement

এই শরবত যতটা সুস্বাদু, যেকোনও মানুষ এই শরবতের প্রেমে পড়ে যাবে। তাইতো এই শরবতের নাম ‘মোহাব্বতে শরবত’। এই ধরনের শরবত রাজ্যের বাইরে দিল্লিতে পাওয়া যায়। তবে কোচবিহারে এই শরবতের প্রচলন ছিল না। তাই তিনি এত সুস্বাদু একটি শরবতকে সকলের সামনে নিয়ে এসেছেন।”

View More

তিনি আরও জানান, “এছাড়া এই শরবতের মধ্যে কোনও অস্বাস্থ্যকর কিছু ব্যবহার করা হচ্ছে না। যা ব্যবহার করা হচ্ছে সবই খাঁটি জিনিস। ফলে এই শরবতের পুষ্টিগুণ রয়েছে অনেকটাই বেশি। তাইতো এই শরবত ছোট থেকে বড় যেকোনও বয়সে মানুষ খেতে পারবে।

advertisement

আরও পড়ুন: পাহাড়ে ঘুরতে গিয়ে এ কী কাণ্ড! রাতে ক‍্যাম্প খাটিয়ে ঘুম, সকালে উঠেই যা দেখল ব‍্যক্তি…জানলেই শিউরে উঠবেন

তবে এই ভালবাসার সপ্তাহে বিশেষ এই শরবত জেলার বুকে ব্যাপক ভাইরাল। ছোট থেকে বড় সকল বয়সীরাই স্বাদ নিতে আসছেন এই শরবতের। বিশেষত প্রেমিক-প্রেমিকারা বিকেল হলেই আসছেন এই শরবতের টানে।

advertisement

যদিও জেলার একাধিক ঠান্ডা পানীয়ের দোকান রয়েছে। তবে এই শরবত আগে কোথাও পাওয়া যেত না। তাই নতুন ধরনের এই শরবত বেশ অনেকটা আকর্ষণ করছে ক্রেতাদের। ঠান্ডার শেষ ও গরমের শুরু থেকেই এই শরবতের চাহিদা বেড়ে উঠছে ক্রমশ।

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Drink: ‘মোহাব্বতের’ টানে ছুটে আসছে প্রেমিক-প্রেমিকারা! ভালবাসার সপ্তাহে কী খেতে ভিড় জমাচ্ছে সবাই?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল