আরও পড়ুন: আগুন নেভাতে এসে অগ্নিনির্বাপনের পাঠ দিলেন দমকলকর্মীরা
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সেরগ্রামের প্রায় প্রতিটি বাড়ির মহিলারা অবসর সময় দুটো পয়সা উপার্জনের জন্য ধানের খড় দিয়ে ঝাড়ু বা ঝাঁটা তৈরি করছেন। ধানের খড় দিয়েই নিত্যনতুন ডিজাইনের ঝাড়ু বানিয়ে সেটা বিক্রি করে স্বনির্ভর হয়ে উঠেছেন এখানকার মহিলারা।
advertisement
সংসারের কাজকর্ম সেরে অবসর সময় ঝাড়ু তৈরির এই কাজ করেন তারা। খড়ের একটি ঝাড়ু তৈরি করতে মহিলাদের খরচ হয় ১০ থেকে ১৫ টাকা। এটি বাজারে বিক্রি হয় ৬০ থেকে ৬৫ টাকায়। সারাদিনে ৬ থেকে ৭ টা ঝাড়ু তৈরি করা যায়। এই ঝাড়ু তৈরির প্রধান উপকরণ হল ধানের খড়। এই খড়গুলো মহিলারা নিজেদের চাষের জমি থেকে, কেউ আবার সামান্য কিছু টাকা দিয়ে কিনে নিয়ে এসে তারপর সাইজ মতো কেটে শুকিয়ে তারপর জলে ভিজিয়ে হাত দিয়ে ঝাড়ু তৈরি করেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ছোট বড় ২৫ থেকে ৩০ টা ধান গাছ দিয়ে একটি আঁটি তৈরি করে পাটের সুতলি দিয়ে বাঁধা হয়। মহিলারা জানান, একটি ঝাড়ু তৈরি করতে ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগে। ঝাড়ুর কারিগর কৃষ্ণা দেবশর্মা জানান, গ্রামে পাকা বাড়ি হোক কিংবা কাঁচা বাড়ি, সব জায়গায় প্রতিদিন প্রয়োজন পরে এই খড়ের ঝাঁটার। একটি ঝাঁটা একমাস চলে। ফলে এক একটি বাড়িতে বছরে ১২-১৫ টি এমন ঝাড়ু দরকার হয়। তাই সারা বছরই এই ঝাঁটার চাহিদা থাকে। চাইলে আপনিও খুব কম খরচে খড় দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই ঝাঁটা।
পিয়া গুপ্তা