TRENDING:

Uttar Dinajpur News: খড় দিয়ে ঘর পরিষ্কারের ঝাঁটা তৈরিতেই লক্ষ্মীলাভ

Last Updated:

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সেরগ্রামের প্রায় প্রতিটি বাড়ির মহিলারা অবসর সময় দুটো পয়সা উপার্জনের জন্য ধানের খড় দিয়ে ঝাড়ু বা ঝাঁটা তৈরি করছেন। ধানের খড় দিয়েই নিত্যনতুন ডিজাইনের ঝাড়ু বানান তাঁরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: এখনও গ্রামবাংলায় প্রচলিত রীতি আছে খুব ভোরে উঠে বাড়ির মাটির উঠোন ঝাড়ু দিয়ে পরিস্কার করে তারপর গোবর লেপা। গ্রাম বাংলার প্রায়শই বাড়িতে বাড়িতে দেখা যায় এমনই চিত্র। কিন্তু যে ঝাড়ু দিয়ে মাটির উঠোন পরিষ্কার করা হয় সেটা কীভাবে বানানো হয় জানেন?
advertisement

আরও পড়ুন: আগুন নেভাতে এসে অগ্নিনির্বাপনের পাঠ দিলেন দমকলকর্মীরা

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সেরগ্রামের প্রায় প্রতিটি বাড়ির মহিলারা অবসর সময় দুটো পয়সা উপার্জনের জন্য ধানের খড় দিয়ে ঝাড়ু বা ঝাঁটা তৈরি করছেন। ধানের খড় দিয়েই নিত্যনতুন ডিজাইনের ঝাড়ু বানিয়ে সেটা বিক্রি করে স্বনির্ভর হয়ে উঠেছেন এখানকার মহিলারা।

advertisement

সংসারের কাজকর্ম সেরে অবসর সময় ঝাড়ু তৈরির এই কাজ করেন তারা। খড়ের একটি ঝাড়ু তৈরি করতে মহিলাদের খরচ হয় ১০ থেকে ১৫ টাকা। এটি বাজারে বিক্রি হয় ৬০ থেকে ৬৫ টাকায়। সারাদিনে ৬ থেকে ৭ টা ঝাড়ু তৈরি করা যায়। এই ঝাড়ু তৈরির প্রধান উপকরণ হল ধানের খড়। এই খড়গুলো মহিলারা নিজেদের চাষের জমি থেকে, কেউ আবার সামান্য কিছু টাকা দিয়ে কিনে নিয়ে এসে তারপর সাইজ মতো কেটে শুকিয়ে তারপর জলে ভিজিয়ে হাত দিয়ে ঝাড়ু তৈরি করেন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

ছোট বড় ২৫ থেকে ৩০ টা ধান গাছ দিয়ে একটি আঁটি তৈরি করে পাটের সুতলি দিয়ে বাঁধা হয়। মহিলারা জানান, একটি ঝাড়ু তৈরি করতে ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগে। ঝাড়ুর কারিগর কৃষ্ণা দেবশর্মা জানান, গ্রামে পাকা বাড়ি হোক কিংবা কাঁচা বাড়ি, সব জায়গায় প্রতিদিন প্রয়োজন পরে এই খড়ের ঝাঁটার। একটি ঝাঁটা একমাস চলে। ফলে এক একটি বাড়িতে বছরে ১২-১৫ টি এমন ঝাড়ু দরকার হয়। তাই সারা বছরই এই ঝাঁটার চাহিদা থাকে। চাইলে আপনিও খুব কম খরচে খড় দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই ঝাঁটা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Uttar Dinajpur News: খড় দিয়ে ঘর পরিষ্কারের ঝাঁটা তৈরিতেই লক্ষ্মীলাভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল