TRENDING:

Alipurduar News: রোজ রোজ বাঁশের উপর সার্কাস! প্রশাসনকে বলেও কিছু হয়নি! এবার গ্রামবাসীরা যা করলেন, জানলে স্যালুট জানাবেন

Last Updated:

প্রধান সড়কের সঙ্গে সংযোগকারী ব্যবস্থা বলতে দুটো বাঁশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: প্রধান সড়কের সঙ্গে সংযোগকারী ব্যবস্থা বলতে দুটো বাঁশ। নদীর ওপরে শুধু দুটো বাঁশ পেতে রাখা হয়েছে। এই বাঁশের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করেন বাসিন্দারা। বলা যেতে পারে প্রতিদিন সার্কাস দেখাতে হয় বাসিন্দাদের। এই ছবি দেখা যায় দক্ষিণ লতাবাড়ি গেলে।
advertisement

বাঁশের ছোটো সাঁকো বলা ভুল হবে। দুটি বাঁশ দিয়ে সাঁকো তৈরির চেষ্টা করেছেন বাসিন্দারা। এই বাঁশ দিয়ে পারাপার করতে হয় দক্ষিণ লতাবাড়ি সোমরা বাজার এলাকার কয়েকশো বাসিন্দাদের। কেননা সাহেব জোত ঝোরার ওপর নেই কোন পাকা সেতু। বর্ষাকালে যাতাযাত বন্ধ হয়ে যায়। তখন চার কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হয়। বাজার ঘাট, হাসপাতাল, স্কুলে যেতে হলে এই দুটি বাঁশ ভরসা দক্ষিণ লতাবাড়ি সোমরা বাজার কয়েকশো পরিবারের।

advertisement

আরও পড়ুন: ৪ মাসেই ফলন, লাভও অনেক! পরিযায়ী শ্রমিকের কাজ ছেড়ে এখন উত্তরবঙ্গবাসীরা মজেছেন এই একটি চাষে

এলাকাবাসীদের পক্ষ থেকে জানা যায়, স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত সদস্য, প্রধানকে বারবার জানিয়েও কোন সুরহা হয়নি। অবশেষে নিজেরাই অর্থ ও স্বেচ্ছাশ্রম দিয়ে একটি পাকা সেতু তৈরি করছেন। বাসিন্দারা আরও জানান, নিজেরাই পাকা সেতু তৈরির কাজ শুরু করেছেন। বর্ষার আগে এই সেতু তৈরির কাজ সমাপ্ত করা তাঁদের লক্ষ্য। নাহলে প্রতিবছরের মত এবছরও সমস্যা পোহাতে হবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে 'মহাভারত'! উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: রোজ রোজ বাঁশের উপর সার্কাস! প্রশাসনকে বলেও কিছু হয়নি! এবার গ্রামবাসীরা যা করলেন, জানলে স্যালুট জানাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল