বাঁশের ছোটো সাঁকো বলা ভুল হবে। দুটি বাঁশ দিয়ে সাঁকো তৈরির চেষ্টা করেছেন বাসিন্দারা। এই বাঁশ দিয়ে পারাপার করতে হয় দক্ষিণ লতাবাড়ি সোমরা বাজার এলাকার কয়েকশো বাসিন্দাদের। কেননা সাহেব জোত ঝোরার ওপর নেই কোন পাকা সেতু। বর্ষাকালে যাতাযাত বন্ধ হয়ে যায়। তখন চার কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হয়। বাজার ঘাট, হাসপাতাল, স্কুলে যেতে হলে এই দুটি বাঁশ ভরসা দক্ষিণ লতাবাড়ি সোমরা বাজার কয়েকশো পরিবারের।
advertisement
আরও পড়ুন: ৪ মাসেই ফলন, লাভও অনেক! পরিযায়ী শ্রমিকের কাজ ছেড়ে এখন উত্তরবঙ্গবাসীরা মজেছেন এই একটি চাষে
এলাকাবাসীদের পক্ষ থেকে জানা যায়, স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত সদস্য, প্রধানকে বারবার জানিয়েও কোন সুরহা হয়নি। অবশেষে নিজেরাই অর্থ ও স্বেচ্ছাশ্রম দিয়ে একটি পাকা সেতু তৈরি করছেন। বাসিন্দারা আরও জানান, নিজেরাই পাকা সেতু তৈরির কাজ শুরু করেছেন। বর্ষার আগে এই সেতু তৈরির কাজ সমাপ্ত করা তাঁদের লক্ষ্য। নাহলে প্রতিবছরের মত এবছরও সমস্যা পোহাতে হবে।
Annanya Dey





