পুজো কমিটির যুগ্ম সম্পাদক দিব্যেন্দু দে সরকার জানান, চলতি বছরে তাঁদের পুজোর থিম বহু মানুষের নজর আকর্ষণ করবে। আনুমানিক ৩০ লক্ষ টাকা বাজেটে তৈরি করা হচ্ছে এই গোটা থিমের কাজ। সম্পূর্ণ পরিবেশবান্ধব উপকরণ দিয়েই তৈরি করা হচ্ছে এবারের পুজো মণ্ডপ। বিগত বছরগুলিতেও তাঁরা আকর্ষণীয় পুজো উপহার দিয়েছিলেন সকলকে। এবারেও তার অন্যথা হবে না।
advertisement
আরও পড়ুন: আবার কী ঘটল আরজি করে! ফের জুনিয়র ডাক্তারদের অবস্থান-স্লোগান! নিশানায় ‘সেই’ ১২ জন
এলাকার স্থানীয় বাসিন্দা ঝন্টু সরকার জানান, তিনি বিগত বেশ কয়েক বছর ধরে এই এলাকায় ভাড়া রয়েছেন। প্রতি বছর আকর্ষণীয় থিম দেখতে পান। শিল্পী লক্ষণ বর্মন জানাচ্ছেন, আনুমানিক প্রায় ছয় হাজারেরও বেশি বাঁশ ব্যবহার করা হচ্ছে এই পুজো মণ্ডপের মধ্যে। রয়েছে কাঠের বিভিন্ন নকশা। জেলায় বিগ বাজেটের পুজোর মধ্যে না থাকলেও। মাঝারি বাজেটের পুজোর মধ্যে সকলের মন মাতিয়ে তুলতে চলেছে এই শান্তি কুটির ক্লাব ও ব্যয়ামাগারের পুজো।





