এছাড়াও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাছ চাষীদের মাছ ধরার জাল হাড়ি সহ মাছ চাষের বিভিন্ন সামগ্রি বিতরণ করা হয়। এমনকি বিভিন্ন মাছের পোনা প্রদান করা হয়ে থাকে মাছ চাষিদের মধ্যে। শুধু তাই নয় দফতরের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষেও মাছ চাষিদের বিশেষ সুবিধা প্রদান করা হয়ে থাকে। যেমন ইতিমধ্যে মালদহ জেলা মৎস্য দফতরের কর্মীদের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তের মাছ চাষীদের মাছ ধরার জাল সহ বিভিন্ন সামগ্রি ও মাছের পোনা বিক্রি করা হয়। সংগঠনের জেলা সভাপতি চিরঞ্জিত মিশ্র বলেন,”আমাদের মৎস্য দফতরের কর্মী সংগঠনের পক্ষ থেকে মাছ চাষের অগ্রগতির জন্য এই ধরনের কর্মসূচি পালন করা হল। মৎস্যজীবীদের মধ্যে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।”
advertisement
গত ১০ জুলাই মৎস্য চাষি দিবস পালন করা হয়। ঐদিন দিনটি পালন না হলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশন মালদহ মৎস্য দফতর শাখার উদ্যোগে মৎস্য চাষি দিবস উদযাপন করা হয় এদিন। এই উপলক্ষে মৎস্য চাষিদের মাছ ধরার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের যুগ্ম সম্পাদক সুব্রত চন্দ্র বলেন,”১০ জুলাই মৎস্য চাষি দিবস ছিল। সেদিনকে উপলক্ষে কর্মসূচি পালন করা হয়। মাছ চাষের সামগ্রী বিতরণ সহ মাছ চাষ সম্বন্ধে প্রশিক্ষণ দেওয়া হয় কৃষকদের।”
আরও পড়ুনঃ Lionel Messi: আর্জেন্টিনার হয়ে ফিফার কোন ট্রফি কোনও দিন জেতেনি মেসি? এই তথ্য অনেকের অজানা
মালদহের ইংরেজবাজার আমজামতলা এলাকায় এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছিল। এদিন প্রায় ৪০ জন মৎস্যজীবীর হাতে হাড়ি সহ মাছ ধরার বিভিন্ন সামগ্রি তুলে দেওয়া হয়। তার পাশাপাশি ওই এলাকায় থাকা বেশ কিছু জলাশয়ে মাছের পোনা ছাড়া হয়। মাছ চাষি ছাড়াও সাধারণ মৎস্যজীবীদের মধ্যেও এদিন বিভিন্ন সামগ্রীগুলি বিতরণ করা হয়।
হরষিত সিংহ