Lionel Messi: আর্জেন্টিনার হয়ে ফিফার কোন ট্রফি কোনও দিন জেতেনি মেসি? এই তথ্য অনেকের অজানা

Last Updated:
Lionel Messi Never Won This One Fifa Trophy: এত সাফল্যের মাঝেও একটি অপ্রাপ্তি রয়েছে মেসির। নিজের দীর্ঘ কেরিয়ারে এখনও একটি ফিফা অনুমোদিত ট্রফি রয়েছে যেটি জেতা হয়নি লিওনেল মেসির।
1/7
২০২১ সালের আগে পর্যন্ত সমালোচকদের বাণে বিদ্ধ ছিলেন লিওনেল মেসি। শুনতে হয়েছে ক্লাবের জার্সি গায়ে সফল হলেও দেশের জার্সিতে ব্যর্থ মেসি, অধিনায়ক হওয়ার যোগ্য নন সহ আরও কত কী।
২০২১ সালের আগে পর্যন্ত সমালোচকদের বাণে বিদ্ধ ছিলেন লিওনেল মেসি। শুনতে হয়েছে ক্লাবের জার্সি গায়ে সফল হলেও দেশের জার্সিতে ব্যর্থ মেসি, অধিনায়ক হওয়ার যোগ্য নন সহ আরও কত কী।
advertisement
2/7
কিন্তু সময় সব জবাব দিয়ে দিয়েছে। বর্তমানে একটি নয়, দেশের জার্সি গায়ে টানা চারটি আন্তর্জাতিক ট্রফি অধিনায়ক হিসেবে জিতে ইতিহাস তৈরি করেছেন মেসি। ক্যাবিনেটে রয়েছে ২টি কোপা, একটি বিশ্বকাপ ও একটি ফিনালিসিমা। সুযোগ রয়েছে আরও জেতার।
কিন্তু সময় সব জবাব দিয়ে দিয়েছে। বর্তমানে একটি নয়, দেশের জার্সি গায়ে টানা চারটি আন্তর্জাতিক ট্রফি অধিনায়ক হিসেবে জিতে ইতিহাস তৈরি করেছেন মেসি। ক্যাবিনেটে রয়েছে ২টি কোপা, একটি বিশ্বকাপ ও একটি ফিনালিসিমা। সুযোগ রয়েছে আরও জেতার।
advertisement
3/7
দ্বিতীয়বার কোপা জেতার পর থেকেই মেসিকে নিয়ে আরও একবার বিশ্ব জুড়ে বন্দনা। প্রিয় তারকার খেলা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে জানার কৌতুহল কম নয় ফ্যানেদের। তেমনই একটি তথ্য তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।
দ্বিতীয়বার কোপা জেতার পর থেকেই মেসিকে নিয়ে আরও একবার বিশ্ব জুড়ে বন্দনা। প্রিয় তারকার খেলা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে জানার কৌতুহল কম নয় ফ্যানেদের। তেমনই একটি তথ্য তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।
advertisement
4/7
এত সাফল্যের মাঝেও একটি অপ্রাপ্তি রয়েছে মেসির। নিজের দীর্ঘ কেরিয়ারে এখনও একটি ফিফা অনুমোদিত ট্রফি রয়েছে যেটি জেতা হয়নি লিওনেল মেসির। আর্জেন্টিনার হয়ে সেই ট্রফি জেতার আর সুযোগও নেই মেসির কাছে।
এত সাফল্যের মাঝেও একটি অপ্রাপ্তি রয়েছে মেসির। নিজের দীর্ঘ কেরিয়ারে এখনও একটি ফিফা অনুমোদিত ট্রফি রয়েছে যেটি জেতা হয়নি লিওনেল মেসির। আর্জেন্টিনার হয়ে সেই ট্রফি জেতার আর সুযোগও নেই মেসির কাছে।
advertisement
5/7
এবার আপনাদের মনে কোতুহল জাগতে পারে ফিফার কোন ট্রফি জেতেনি মেসি? সেই ট্রফির নাম হল ফিফা কনফেডারেশন কাপ। এই প্রতিযোগিতা বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু যখন হত তখন কোপা আমেরিকা বা বিশ্বকাপ না জেতায় এই প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করতে পারেনি আর্জেন্টিনা।
এবার আপনাদের মনে কোতুহল জাগতে পারে ফিফার কোন ট্রফি জেতেনি মেসি? সেই ট্রফির নাম হল ফিফা কনফেডারেশন কাপ। এই প্রতিযোগিতা বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু যখন হত তখন কোপা আমেরিকা বা বিশ্বকাপ না জেতায় এই প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করতে পারেনি আর্জেন্টিনা।
advertisement
6/7
ফিফা কনফেডারেশন্স কাপ প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হযত। এতে অংশগ্রহণ করে ছয়টি মহাদেশীয় প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল; যথা: উয়েফা, কনমেবল, কনকাকাফ, সিএএফ, এএফসি, ওএফসি চ্যাম্পিয়ন দল এবং বিশ্বকাপ জয়ী দল ও পরের বিশ্বকাপের স্বাগতিক দেশ, অর্থ্যাৎ মোট ৮টি দল।
ফিফা কনফেডারেশন্স কাপ প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হযত। এতে অংশগ্রহণ করে ছয়টি মহাদেশীয় প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল; যথা: উয়েফা, কনমেবল, কনকাকাফ, সিএএফ, এএফসি, ওএফসি চ্যাম্পিয়ন দল এবং বিশ্বকাপ জয়ী দল ও পরের বিশ্বকাপের স্বাগতিক দেশ, অর্থ্যাৎ মোট ৮টি দল।
advertisement
7/7
১৯৯২ সালে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রথমবার জেতে আর্জেন্টিনা। ২০১৭ সালে এই প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। শেষবার জেতে জার্মানি। সবথেকে বেশি ৪বার জিতেছে ব্রাজিল। কিন্তু মেসি জাতীয় দলে আসার পর থেকে এই প্রতিযোগিতায় খেলার সৌভগ্য হয়নি।
১৯৯২ সালে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রথমবার জেতে আর্জেন্টিনা। ২০১৭ সালে এই প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। শেষবার জেতে জার্মানি। সবথেকে বেশি ৪বার জিতেছে ব্রাজিল। কিন্তু মেসি জাতীয় দলে আসার পর থেকে এই প্রতিযোগিতায় খেলার সৌভগ্য হয়নি।
advertisement
advertisement
advertisement