আরও পড়ুনঃ আচমকা ব্রেক কষল চালক! ট্রেনের ভিতর ঝাঁকুনিতে ২ যাত্রীর মৃত্যু, ধানবাদে ভয়াবহ দুর্ঘটনা
শুধু তাই নয়, বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা মন জয় করেছে যাত্রীদের। বর্তমানে এই ট্রেন যাত্রীদের প্রথম পছন্দের তালিকায়। এই ট্রেন যাত্রীদের উচ্চ স্তরের আরাম প্রদান করেছে৷ রেলের পক্ষ থেকেও সর্বোচ্চ স্তরে নজরদারি চালানো হচ্ছে বন্দে ভারতের ক্ষেত্রে। তার সুবাদে এই উচ্চ-গতির ট্রেনগুলি একটি সঠিক সময়সূচী বজায় রাখে এবং সময়মতো গন্তব্যে পৌঁছায়। আবার কিছু ক্ষেত্রে সময়ের আগেই।
advertisement
রেলের পক্ষ থেকে একটি প্রকাশ করা বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, গত দুই দিনের হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এবং হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পরিসংখ্যান থেকে জানা যায় এই ট্রেনগুলি সঠিক সময়ে গন্তব্যে পৌঁছেছে। কিছু ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই। জানা গিয়েছে ২২৩০১ আপ হাওড়া – ০৯ নভেম্বর থেকে ১০ নভেম্বর হাওড়া থেকে ছেড়ে যাওয়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস সঠিক সময়ে নিউ জলপাইগুড়িতে পৌঁছেছে।
২২৩০২ নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে ০৯ নভেম্বর এবং ১০ নভেম্বর সঠিক সময়ে ছেড়ে হাওড়া স্টেশনে গড়ে ১৮ মিনিট আগে পৌঁছেছিল। ২২৩৪৭ আপ হাওড়া – ০৯ নভেম্বর থেকে ১০ নভেম্বর হাওড়া থেকে ছেড়ে যাওয়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস তার নির্ধারিত আগমনের সময়ের আগেই পাটনায় পৌঁছেছে। ২২৩৪৮ পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস সঠিক সময়ে ০৯ নভেম্বর এবং ১০ নভেম্বর পাটনা ছেড়ে হাওড়া স্টেশনে গড়ে ০৫ মিনিট আগে পৌঁছেছিল।
পূর্ব রেলওয়ের গ্রাউন্ড লেভেলের কর্মীরা, সেই সঙ্গে আধিকারিকেরা বন্দে ভারত ট্রেনের নিরাপদ এবং সময়ের মধ্যে চালানোর জন্য কঠোর নজরদারি বজায় রাখছেন।
হরষিত সিংহ