Train Accident: আচমকা ব্রেক কষল চালক! ট্রেনের ভিতর ঝাঁকুনিতে ২ যাত্রীর মৃত্যু, ধানবাদে ভয়াবহ দুর্ঘটনা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
সঠিক সময় ব্রেক কষায় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। দুপুর ১২.০৫ মিনিটে গোমোহ ও কোডারমা রেলওয়ে স্টেশনের মধ্যে পারসাবাদের কাছে দুর্ঘটনাটি ঘটে।
ধানবাদ: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল পুরী-নয়া দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস। সঠিক সময় ব্রেক কষায় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। দুপুর ১২.০৫ মিনিটে গোমোহ ও কোডারমা রেলওয়ে স্টেশনের মধ্যে পারসাবাদের কাছে দুর্ঘটনাটি ঘটে।
রেলের এক অফিসিয়াল জানান, পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস ১৩০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলছিল। তখনই আচমকা ওভারহেড বৈদ্যুতিক তার ছিড়েঁ যাওয়ার কারণে চালক ট্রেনটিকে থামানোর জন্য জরুরি ব্রেক প্রয়োগ করেন। বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতেই চালক জরুরি ব্রেক কষেন। তবে, হঠাৎ ব্রেক কষায় প্রবল ঝাঁকুনিতে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।
advertisement
advertisement
ধানবাদ রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্স ম্যানেজার অমেরেশ কুমার বলেন, “আচমকা বৈদ্যুতিক সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায়, ট্রেন থামাতে জরুরি ব্রেক প্রয়োগ করা হয়েছিল, এবং ধাক্কা লেগে দুজনের মৃত্যু হয়েছে।”
পরে, দুর্ঘটনাস্থল থেকে একটি ডিজেল ইঞ্জিনে ট্রেনটিকে গোমোহতে আনা হয় এবং বৈদ্যুতিক ইঞ্জিনে দিল্লিতে পাঠানো হয়। দুর্ঘটনার পর চার ঘণ্টারও বেশি বন্ধ থাকে ইসিআর-এর ধানবাদ রেলওয়ে বিভাগের অধীনে গ্র্যান্ড কর্ড লাইনে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। ধানবাদ রেলওয়ে ডিভিশন ম্যানেজার কে কে সিনহা সহ সিনিয়র আধিকারিকরাও পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 12, 2023 10:36 AM IST