ভাইফোঁটা, ছট উপলক্ষ্যে তাই এই ট্রেন নিয়মিত চলাচলের সিদ্ধান্ত। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ১৫ নভেম্বর, ২০২৩ এবং ২৯ নভেম্বর, ২৯২৩ এর মধ্যে প্রতি বুধবার হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করেছে। ০২৩০১ হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত স্পেশাল হাওড়া ছাড়বে ০৫.৫৫ টায়। নিউ জলপাইগুড়ি পৌঁছাতে ১৩.২৫ টায়। একই দিনে ০২৩০২ নিউ জলপাইগুড়ি – হাওড়া বন্দে ভারত স্পেশাল নিউ জলপাইগুড়ি ছাড়বে ১৫.০০ টায়। হাওড়া পৌঁছাতে ২২.৩৫ টায়। ট্রেনটি বোলপুর, মালদহ টাউন এবং বারসোই স্টেশনে উভয় দিকেই থামবে।
advertisement
আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র ব্যাঙ্কের লকার খুলতেই থ ইডি! যা ভেবেছিলেন, দেখা গেল সব উল্টো
এই বিশেষ পরিষেবার লক্ষ্য হল দীপাবলি এবং ছট উৎসবের সময় দার্জিলিং এর মনোমুগ্ধকর পার্বত্য শহর অন্বেষণ করতে আগ্রহী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা সহজতর করা। বন্দে ভারত ট্রেনের আধুনিক সুযোগ-সুবিধা এবং স্বাতন্ত্র্যসূচক ডিজাইনের জন্য এর জনপ্রিয়তাকে স্বীকৃতি দিয়ে।
আরও পড়ুন: কালী মূর্তির জন্য ৫৭০ ভরি গয়না ছিল অনুব্রতর! কোথায় গেল? ঘটনা শুনলে মাথায় হাত দেবেন
ইস্টার্ন রেলওয়ে নিশ্চিত যে এই বিশেষ পরিষেবাটি একটি আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে। নিয়মিত হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস বুধবার ছাড়া প্রতিদিন চলাচল করে। বুধবার বিশেষ পরিষেবা চালু করার মাধ্যমে, পূর্ব রেলওয়ে একটি অতিরিক্ত ৬৭৬৮ আসন তৈরি করবে, যা এই উৎসবের সময় যাত্রী সংখ্যা বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্বস্তি প্রদান করবে।
—– হরষিত সিংহ