TRENDING:

Vande Bharat Express: উৎসবের মাঝেই বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে বিরাট খবর দিল রেল! জানলে আনন্দে লাফাবেন

Last Updated:

Vande Bharat Express: পূর্ব রেলওয়ে দীপাবলি উৎসব মরশুমে বন্দে ভারত ভ্রমণের অভিজ্ঞতার জন্য যাত্রীদের প্রয়োজনে সাড়া দিচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: বুধবারেও চলবে বন্দে ভারত এক্সপ্রেস‌। পুজোর মরশুমে যাত্রীদের সুবিধার্থে এমন উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। ছট পুজো পর্যন্ত হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস‌ নিয়মিত চলাচল করবে। পুজোর মরশুমে দ্রুত গতির এই ট্রেন পছন্দের পর্যটকদের। চাহিদা বাড়ায় রেলের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত। যাত্রীরা অনেক কম সময়ে, সাশ্রয়ী মূল্যে এই ট্রেনে ভ্রমণ করতে পারছেন। পূর্ব রেলওয়ে দীপাবলি উৎসব মরশুমে বন্দে ভারত ভ্রমণের অভিজ্ঞতার জন্য যাত্রীদের প্রয়োজনে সাড়া দিচ্ছে।
বন্দে ভারত নিয়ে নতুন খবর
বন্দে ভারত নিয়ে নতুন খবর
advertisement

ভাইফোঁটা, ছট উপলক্ষ্যে তাই এই ট্রেন নিয়মিত চলাচলের সিদ্ধান্ত। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ১৫ নভেম্বর, ২০২৩ এবং ২৯ নভেম্বর, ২৯২৩ এর মধ্যে প্রতি বুধবার হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করেছে। ০২৩০১ হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত স্পেশাল হাওড়া ছাড়বে ০৫.৫৫ টায়। নিউ জলপাইগুড়ি পৌঁছাতে ১৩.২৫ টায়। একই দিনে ০২৩০২ নিউ জলপাইগুড়ি – হাওড়া বন্দে ভারত স্পেশাল নিউ জলপাইগুড়ি ছাড়বে ১৫.০০ টায়। হাওড়া পৌঁছাতে ২২.৩৫ টায়। ট্রেনটি বোলপুর, মালদহ টাউন এবং বারসোই স্টেশনে উভয় দিকেই থামবে।

advertisement

আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র ব্যাঙ্কের লকার খুলতেই থ ইডি! যা ভেবেছিলেন, দেখা গেল সব উল্টো

এই বিশেষ পরিষেবার লক্ষ্য হল দীপাবলি এবং ছট উৎসবের সময় দার্জিলিং এর মনোমুগ্ধকর পার্বত্য শহর অন্বেষণ করতে আগ্রহী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা সহজতর করা। বন্দে ভারত ট্রেনের আধুনিক সুযোগ-সুবিধা এবং স্বাতন্ত্র্যসূচক ডিজাইনের জন্য এর জনপ্রিয়তাকে স্বীকৃতি দিয়ে।

advertisement

আরও পড়ুন: কালী মূর্তির জন্য ৫৭০ ভরি গয়না ছিল অনুব্রতর! কোথায় গেল? ঘটনা শুনলে মাথায় হাত দেবেন

ইস্টার্ন রেলওয়ে নিশ্চিত যে এই বিশেষ পরিষেবাটি একটি আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে। নিয়মিত হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস বুধবার ছাড়া প্রতিদিন চলাচল করে। বুধবার বিশেষ পরিষেবা চালু করার মাধ্যমে, পূর্ব রেলওয়ে একটি অতিরিক্ত ৬৭৬৮ আসন তৈরি করবে, যা এই উৎসবের সময় যাত্রী সংখ্যা বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্বস্তি প্রদান করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

—– হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Vande Bharat Express: উৎসবের মাঝেই বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে বিরাট খবর দিল রেল! জানলে আনন্দে লাফাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল