Jyotipriya Mallick News: জ্যোতিপ্রিয়র ব্যাঙ্কের লকার খুলতেই থ ইডি! যা ভেবেছিলেন, দেখা গেল সব উল্টো

Last Updated:

Jyotipriya Mallick News: সূত্রের খবর, জোত্যিপ্ৰিয় মল্লিকের স্ত্রী ও কন্যার নামে দুটি লকারের চাবি বাজেয়াপ্ত করেছে ইডি। দুটি লকার সল্টলেকে।

ব্যাঙ্কের লকারে কী আছে?
ব্যাঙ্কের লকারে কী আছে?
কলকাতা: লকারে কত গয়না? কার নামে ওই লকার? কী কী আছে? ইডির হাতে সেই জোত্যিপ্ৰিয় মল্লিকের স্ত্রী ও কন্যার ব্যাঙ্কের লকারের চাবি। যা আগামী দিনে নয়া মোড় আনতে পারে তদন্তে। জ্যোতিপ্ৰিয় মল্লিকের বিপুল সম্পত্তির পর এবার লকারের গয়না ও মূল্যবান সম্পত্তির উপর নজর ইডির। কিন্তু সেই তদন্তে নেমে ইডির গোয়েন্দারা রীতিমতো আকাশ থেকে পড়ছেন। ব্যাঙ্কের লকারে খোঁজ করতেই ইডি দেখে, সেখানে অতিরিক্ত গয়না নেই। ইডির দাবি, বেগতিক বুঝেই লকার থেকে হয়ত সরিয়ে ফেলা হয়েছে গয়না।
সূত্রের খবর, জোত্যিপ্ৰিয় মল্লিকের স্ত্রী ও কন্যার নামে দুটি লকারের চাবি বাজেয়াপ্ত করেছে ইডি। দুটি লকার সল্টলেকে। প্রিয়দর্শিনী মল্লিক ও মণিদীপা মল্লিকের নামে দুটি লকার রয়েছে। দুটি লকারের মধ্যে একটি সরকারি ব্যাঙ্কের এবং অপরটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার। এই দুটি লকারে কত গয়না বা মূল্যবান জিনিস আছে, তার পরিমাণ কত? সেসব খতিয়ে দেখবে ইডি।
advertisement
advertisement
কোথা থেকে এল বিপুল গয়না? আয়ের উৎস কী? তদন্তে ইডি। ইডি সূত্রে খবর, বিপুল পরিমাণ নামে বেনামে সম্পত্তি রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জোত্যিপ্ৰিয় মল্লিকের। বাকিবুরের ২০ কোটি ২৪ লক্ষ ১৬,১৯৪ টাকা জোত্যিপ্ৰিয় মল্লিকের তিনটি শেল কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করে আরও দুটি বাঁকুড়ার কোম্পানিতে বা ফার্মে যায়। এই দুটি কোম্পানি পার্টনারশিপে ছিল সিপি জেনা। এছাড়া জোত্যিপ্ৰিয়র CA শান্তনু ভট্টাচাৰ্যও কোম্পানির বিষয়টি দেখতেন।
advertisement
বাঁশদ্রোণী ও রানীকুঠিতে এই দুজনের বাড়িতে সাম্প্রতি ইডি অভিযান চালায়। এই দুই কোম্পানিতে ডামি পার্টনার ছিল। বাস্তবে এই দুই ফার্মে কোনও ব্যবসা আদতে করা হত না। ইডি সূত্রে খবর, জোত্যিপ্ৰিয় মল্লিকের স্ত্রীর অ্যাকাউন্টে ৬.০৩ কোটি টাকা এবং মেয়ের অ্যাকাউন্টে ৩.৭৯ কোটি টাকা ঢুকেছিল। ২০১৬ সালে স্ত্রী অ্যাকাউন্টে ও ২০১৭ সালে মেয়ের অ্যাকাউন্টে ঢোকে ওই বিপুল টাকা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick News: জ্যোতিপ্রিয়র ব্যাঙ্কের লকার খুলতেই থ ইডি! যা ভেবেছিলেন, দেখা গেল সব উল্টো
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement