এই ভাললাগাটাকেই হাতিয়ার করলেন এক ফুচকা বিক্রেতা। ফুচকা প্রেমীদের জন্য এক নতুন অফার নিয়ে এল ভানুদার ফুচকা। যত খুশি ফুচকা খাও অফার চালাচ্ছেন তিনি। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে ঢাকেশ্বরী কালী মন্দিরের পাশে এই অফারের মজা লুটতে ফুচকা খেতে দিন দিন ভিড় উপচে পড়ছে তাঁর দোকানে।
৯৯ টাকায় ‘আনলিমিটেড’ ফুচকা এটা দেখে হয়তো ফুচকাপ্রেমীদের চোখ কপালে ওঠার জোগার। কিন্তু অবাক হলেও এটাই সত্যি। একেবারে পেট ভরে মাত্র ৯৯ টাকায় ফুচকা খাওয়া যাবে এই দোকানে । ফুচকায় বিভিন্ন পুর ভরে বিক্রি করার চল বেশ কয়েকদিন হল শুরু হয়েছে। সারা বছর ধরেই ভানুদা দই ফুচকা, চাটনি ফুচকা, চিকেন এই সবকিছু মানুষের কাছে নিয়ে এসেছেন। শুধু তাই নয় তিনি ফুচকার জলের মধ্যেও ওই স্বাদের পরিবর্তন করেন।
advertisement
সিজন দেখে ফলের জল বানান তিনি। এই মরশুমে যেমন ফুচকার সঙ্গে মিলছে কুলের জল। ভানুবাবুর কথায়, “সারা বছর ধরেই আমি ফুচকা প্রেমীদের জন্য নতুন নতুন কিছু অফার নিয়ে আসি। আমার ইচ্ছে এই ৯৯ টাকার অফার আমি গোটা বছর জুড়েই রাখব। প্রচুর লোকে ভিড় করছেন আমার দোকানে।” ফুচকা খেতে এসে বিমল রায় বলেন, ” আমি মাঝে মাঝেই অফিস থেকে ফেরার সময় ভানুদার দোকানে আসি। এই দোকানের মতো ফুচকা শিলিগুড়ি আর কোথাও পাওয়া যায় না। ৯৯ টাকার অফার শুনে ভীষণ লোভ হচ্ছে। ” ভিড় থাকছে প্রায় রাত ৯টা পর্যন্ত।