আরও পড়ুন: পানের জল না পেয়ে মেজাজ চরমে, প্রতিদিন বাঁধ ভাঙছে হাতি
গত ৯ নভেম্বর অসমের লক্ষিমপুর থেকে যাত্রা শুরু করছেন এই দুই যুবক। গন্তব্য অযোধ্যার রাম মন্দির। ইতিমধ্যে তাঁরা দু’জনে এসে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। পথে চলতে চলতে কখনও মন্দির, পেট্রোল পাম্প, কখনও আবার বিশ্রমাগার তাঁদের সাময়িক আস্থানা হয়ে উঠছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নীতিন দাস সাইকেল চালিয়ে এর আগে কেদারনাথ সফর সেরেছেন। সেসময় উত্তরপ্রদেশের যুবক অজয় মিশ্রের সাথে তাঁর পরিচয় হয়। পরিচয় হতেই দু’জনে মিলে সিদ্ধান্ত নেন পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে তাঁরা পায়ে হেঁটে অযোধ্যার রাম মন্দির যাবেন।সাইকেল চালিয়ে গেলে সাধারণ মানুষের সঙ্গে তেমনভাবে কথা বলা হয়ে ওঠে না, সেজন্য সাধারণ মানুষকে পরিবেশ রক্ষার বার্তা দিতে পায়ে হেঁটেই যাত্রার সিদ্ধান্ত। পরিবেশ রক্ষার্থে যাতে ৫০ মাইক্রোনের নীচে প্লাস্টিক ব্যবহার না করা হয় এই বার্তা তুলে ধরছেন দুজনে। পাশাপাশি জল খেয়ে জলের বোতল যেখানে সেখানে না ফেলার কথাও বলছেন তাঁরা।
সুরজিৎ দে