Alipurduar News: পানের জল না পেয়ে মেজাজ চরমে, প্রতিদিন বাঁধ ভাঙছে হাতি
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
আলিপুরদুয়ার-২ ব্লকের বড় চৌকির বস এলাকায় বাকলা খালের পাকা বাঁধ তৈরি হয়েছে কিছুদিন আগেই। রাত করে জল পান করতে বেশ কয়েকটি হাতি আসে ওই এলাকায়
আলিপুরদুয়ার: শুখা মরশুমে জল পান করতে এসে জল না পেয়েই বিগড়ে যাচ্ছে মেজাজ। সেই রোষ গিয়ে পড়ছে বাকলা খালের পাকা বাঁধে। প্রতিনিয়ত বাঁধ ভাঙছে হাতির দল।
আরও পড়ুন: অস্বাস্থ্যকর পরিবেশে চলছে মডেল কৃষক বাজার
আলিপুরদুয়ার-২ ব্লকের বড় চৌকির বস এলাকায় বাকলা খালের পাকা বাঁধ তৈরি হয়েছে কিছুদিন আগেই। রাত করে জল পান করতে বেশ কয়েকটি হাতি আসে ওই এলাকায়। শীতের মরসুমে শুকিয়ে গিয়েছে খালের জল। এবারে জল না পেয়েই প্রতিনিয়ত বাঁধ ভাঙছে হাতির দলটি।
advertisement
advertisement
রাত হলেই হাতির দলের আওয়াজ শুনতে পান এলাকার বাসিন্দারা। কৌশিক বিশ্বাস নামে এক স্থানীয় বাসিন্দা জানান, জল না পেয়ে খালের বাঁধ ভেঙে দিয়ে যাচ্ছে হাতি। এরপর কৃষিজমিতে তাণ্ডব চালাবে। বন দফতরের তরফে হাতিদের জন্য আলাদা করে জলের ব্যবস্থা করা হলে এমনটা হয় না। আমরা আবার আগের মত পাকা বাঁধ চাই।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বাকলা খালের বাঁধটি ৪০% পাকা করা হয়েছে। বাকি ৬০% বাঁধ বড় পাথর দিয়েই তৈরি। দেখা গিয়েছে বড় পাথরের বাঁধের কিছুটা অংশ ভেঙে গিয়েছে। যার ফলে আগামী দিনে এই ভাঙা বাঁধ সংস্কার না হলে পুরো বাঁধটাই কোনও কাজে লাগবে না। স্থানীয়দের দাবি, শীতকাল বাঁধ সংস্কার হওয়ার উপযুক্ত সময়। ফলে এখনই বাঁধ সংস্কারের কাজ শুরু করতে হবে। প্রশাসনে এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 08, 2023 7:05 PM IST







