Alipurduar News: পানের জল না পেয়ে মেজাজ চরমে, প্রতিদিন বাঁধ ভাঙছে হাতি

Last Updated:

আলিপুরদুয়ার-২ ব্লকের বড় চৌকির বস এলাকায় বাকলা খালের পাকা বাঁধ তৈরি হয়েছে কিছুদিন আগেই। রাত করে জল পান করতে বেশ কয়েকটি হাতি আসে ওই এলাকায়

+
বাকলা

বাকলা খাল

আলিপুরদুয়ার: শুখা মরশুমে জল পান করতে এসে জল না পেয়েই বিগড়ে যাচ্ছে মেজাজ। সেই রোষ গিয়ে পড়ছে বাকলা খালের পাকা বাঁধে। প্রতিনিয়ত বাঁধ ভাঙছে হাতির দল।
আলিপুরদুয়ার-২ ব্লকের বড় চৌকির বস এলাকায় বাকলা খালের পাকা বাঁধ তৈরি হয়েছে কিছুদিন আগেই। রাত করে জল পান করতে বেশ কয়েকটি হাতি আসে ওই এলাকায়। শীতের মরসুমে শুকিয়ে গিয়েছে খালের জল। এবারে জল না পেয়েই প্রতিনিয়ত বাঁধ ভাঙছে হাতির দলটি।
advertisement
advertisement
রাত হলেই হাতির দলের আওয়াজ শুনতে পান এলাকার বাসিন্দারা। কৌশিক বিশ্বাস নামে এক স্থানীয় বাসিন্দা জানান, জল না পেয়ে খালের বাঁধ ভেঙে দিয়ে যাচ্ছে হাতি। এরপর কৃষিজমিতে তাণ্ডব চালাবে। বন দফতরের তরফে হাতিদের জন‍্য আলাদা করে জলের ব‍্যবস্থা করা হলে এমনটা হয় না। আমরা আবার আগের মত পাকা বাঁধ চাই।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বাকলা খালের বাঁধটি ৪০% পাকা করা হয়েছে। বাকি ৬০% বাঁধ বড় পাথর দিয়েই তৈরি। দেখা গিয়েছে বড় পাথরের বাঁধের কিছুটা অংশ ভেঙে গিয়েছে। যার ফলে আগামী দিনে এই ভাঙা বাঁধ সংস্কার না হলে পুরো বাঁধটাই কোনও কাজে লাগবে না। স্থানীয়দের দাবি, শীতকাল বাঁধ সংস্কার হওয়ার উপযুক্ত সময়। ‌ ফলে এখনই বাঁধ সংস্কারের কাজ শুরু করতে হবে। প্রশাসনে এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: পানের জল না পেয়ে মেজাজ চরমে, প্রতিদিন বাঁধ ভাঙছে হাতি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement