Alipurduar News: অস্বাস্থ্যকর পরিবেশে চলছে মডেল কৃষক বাজার

Last Updated:

কৃষক বাজারের এই বেহাল অবস্থা দেখে চিন্তিত ব‍্যবসায়ীরা। কৃষক বাজারের ভেতরের নিকাশি নালা ভরে গিয়ে জল উপচে পড়ছে। নিকাশি নালা ভরে ওঠায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে সর্বত্র

+
কৃষক

কৃষক বাজার

আলিপুরদুয়ার: মডেল কৃষক বাজার হওয়ার পরেও পরিচ্ছন্নতার লেশ মাত্র নেই ফালাকাটা কৃষক বাজারে। দেখলে বাজার কম, ডাম্পিং গ্রাউন্ড বেশি মনে হবে। এই পরিস্থিতিতে দুর্গন্ধের কারণে অনেক ক্রেতাই বাজার এড়িয়ে চলছেন।
কৃষক বাজারের এই বেহাল অবস্থা দেখে চিন্তিত ব‍্যবসায়ীরা। কৃষক বাজারের ভেতরের নিকাশি নালা ভরে গিয়ে জল উপচে পড়ছে। নিকাশি নালা ভরে ওঠায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে সর্বত্র। বাজারের এই বেহাল অবস্থার কারণে দুর্গন্ধে টিকতে পারছেন না ব্যবসায়ীরা। মনোজিৎ পাল নামের এক ব‍্যবসায়ী বলেন, অভিযোগ কাকে জানাব। কৃষক বাজার কার অধীনে সেটাই তো জানলাম না। পুরসভা আর পঞ্চায়েত সমিতি কেউই দায়িত্ব নিতে চাইছে না।এবারে মনে হয় আমাদেরই জঞ্জাল পরিষ্কার করতে হবে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাজ্যের মধ্যে ফালাকাটার কৃষক বাজার মডেল কৃষক বাজারে তকমা পেয়েছে শুরু থেকেই। শুধু জঞ্জাল নির্দিষ্ট স্থান ফেলার জায়গা নেই, এই সমস‍্যাতে আটকে নেই বিষয়টা। শৌচালয় নোংরা,সেটিও পরিষ্কার হয় না। এই পরিস্থিতিতে কৃষকরা তাঁদের উৎপাদিত পণ্য নিয়ে সেখানে বসতে পারছেন না। কৃষক বাজারে প্রবেশ করলে দুর্গন্ধে দম আটকে যায় সকলের। অস্বাস্থ‍্যকর পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়। এই বিষয়ে এলাকার কাউন্সিলর গীতা দত্ত বলেন, কৃষক বাজারটি ফালাকাটা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত হলেও কৃষক বাজারটি এখনও পঞ্চায়েত সমিতি দেখাশোনা করে। এই বিষয়টি নিয়ে পঞ্চায়েত সমিতির সঙ্গে আলোচনা করব।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: অস্বাস্থ্যকর পরিবেশে চলছে মডেল কৃষক বাজার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement