আরও পড়ুন: ৪০ বছর ধরে একই স্বাদ! মনোজের ঘুগনি-চাটে মজে জেলাবাসী
ছোটবেলা থেকেই হ্যান্ডবল খেলার প্রতি টান ছিল এই দুই পড়ুয়ার। রাজ ও সোহেল দু’জনেই দেওগাঁও উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া। নবম শ্রেণিতে পড়ছে তারা। এরইমধ্যে হ্যান্ডবলে তারা যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছে। বাকিদের মত স্মার্টফোনে বুঁদ হয়ে না থেকে এই দুই পড়ুয়া খেলাধুলোকেই আপন করে নিয়েছে। যে নজির তুলে ধরে বাকি ছেলেমেয়েদেরও খেলাধুলায় এগিয়ে আসার আহ্বান জানান দেওগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিয়ারুল হক।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আলিপুরদুয়ারের এই দুই স্কুল পড়ুয়া এবার হরিয়ানায় আয়োজিত ৬৭ তম জাতীয় স্কুল গেমসের অনূর্ধ্ব ১৯ ছেলেদের হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। ৬ জানুয়ারি এই প্রতিযোগিতা শুরু হচ্ছে, চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। জাতীয় স্তরের এই হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলা দলে আলিপুরদুয়ার জেলার মোট ৪ জন সুযোগ পেয়েছে। তারমধ্যে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের দেওগাঁও উচ্চ বিদ্যালয়ের এই দুই স্কুলপড়ুয়া আছে। তাদের দেখানো পথ ধরে জেলা থেকে আরও অনেকে উঠে আসবে বলে সকলের বিশ্বাস।
অনন্যা দে