আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোরের দিকে জাতীয় সড়কের গোশালা মোড় এলাকায়। ঘন কুয়াশার কারণে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি গাড়ির চালক ভিতরে আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দীর্ঘ চেষ্টার পর আহত চালককে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে পাহাড়পুর এলাকায়। ময়নাগুড়ির দিক থেকে আসা পাথর বোঝাই একটি ডাম্পারের সঙ্গে একটি মাছ বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় পাঁচজন আহত হন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ যৌথভাবে আহতদের উদ্ধার করে দ্রুত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কমে যাওয়াতেই এই দুর্ঘটনাগুলি ঘটে। পর পর দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটও বাড়ছে উত্তরবঙ্গে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনের পক্ষ থেকে চালকদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। বিশেষ করে ভোরের দিকে কম গতিতে গাড়ি চালানো এবং হেডলাইট ও ফগ লাইট ব্যবহার করার পরামর্শ দিয়েছে পুলিশ। কারণ এক মুহূর্তের অসতর্কতাই বদলে দিতে পারে বহু মানুষের জীবন।






