TRENDING:

Big Fish: সংকোশের ঘোলা জলে জাল ফেলতেই এ কী উঠল...? ভয়ঙ্কর দৈত্যের মতো চেহারা, বিশাল হাঁ মুখ! তোলপাড় আলিপুরদুয়ার

Last Updated:

Big Fish: জামাইষষ্ঠীর আগের দিন অসম-বাংলা সীমানা ঘেঁষা আলিপুরদুয়ার জেলার সংকোশ নদীতে মৎস্যজীবীদের  জালে ধরা পড়ল পাঁচ ফুট, চার ফুট লম্বা বিশিষ্টের প্রায় ৪৫ এবং ৫০ কেজি ওজনের বাঘা আড়মাছ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: জামাইষষ্ঠী বাজারে ইলিশ মাছের দামে আগুন। এবারে জামাইয়ের খাবারের থালায় ‘বাঘা আড়’ মাছ দিতে চাইছেন শাশুড়িরা। কারণ সংকোশ নদী থেকে পাওয়া গিয়েছে এই দুটি বাঘা আড় মাছ। সংকোশ নদীর ঘোলা জলে এদিন ধরা পড়েছে বিশালাকৃতির বাঘা আড়।
advertisement

ভুটান পাহাড়ে একটানা বৃষ্টির জেরে সমতলে বেশির ভাগ নদী গুলিই ঘোলা জলে কিছুটা ফুলে ফেঁপে উঠেছে। বেশির ভাগ ক্ষেত্রেই নদীর জল ঘোলা হয়ে উঠলেই নদীর পার্শ্ববর্তী এলাকার মৎস্যজীবীদের মাছ ধরার ধুম লেগে যায়। শনিবার সকালে জামাইষষ্ঠীর আগের দিন অসম-বাংলা সীমানা ঘেঁষা আলিপুরদুয়ার জেলার সংকোশ নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে পাঁচ ফুট, চার ফুট লম্বা বিশিষ্টের প্রায় ৪৫ এবং ৫০ কেজি ওজনের বাঘা আড়মাছ।

advertisement

আরও পড়ুনঃ পেটে গেলেই কুরে কুরে খায় ‘এঁদের’ লিভার! আজই করলা-উচ্ছে খাওয়া বন্ধ করা উচিৎ কাদের? নচেৎ শরীরের দফারফা

ঘটনার খবর চাউর হতেই মাছকে দেখার জন্য এলাকারই উৎসাহ জনতা ভিড় জমান মাছ দেখতে। জানা গিয়েছে, এর আগেও বেশ কিছু বাঘা আড় ধরা পড়ে ছিল এই নদী থেকে। এদিন এছাড়াও বিভিন্ন মাছও ধরা পড়ে জালে।নদীতে প্রতিবছরই মাঝে মধ্যেই ছোট বড় বিভিন্ন ওজনের মাছ ধরা পড়ে।

advertisement

View More

বাঘা আড় মাছ ধরা পড়ার খবর শুনে অসমের কোকরাঝার জেলার সাপকাটা এলাকার আব্দুল হাই নামে এক মাছ ব্যাবসায়ী   সর্বোচ্চ ৩৫ হাজার টাকা দর দিয়ে কিনে নিয়ে যায় একটি বিশালাকৃতির মাছ। তিনি জানান, “জামাইষষ্ঠীর আগে জমজমাট খবর শুনে আমি ছুটে আসি এলাকায়। এরপর ৩-৪ জন মিলে মাছ মোটরসাইকেলে বেঁধে নিয়েছি।” আরেকটি মাছ এলাকায় বিক্রি করা হয়। ক্রেতারা ৭০০-৭৫০ টাকা কেজি দরে সেই মাছ কিনেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো চাকরির ফাঁদে কিশোরী, বাবার অ্যাকাউন্ট থেকে উধাও ৪লক্ষ ৯ হাজার টাকা
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Big Fish: সংকোশের ঘোলা জলে জাল ফেলতেই এ কী উঠল...? ভয়ঙ্কর দৈত্যের মতো চেহারা, বিশাল হাঁ মুখ! তোলপাড় আলিপুরদুয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল