ভুটান পাহাড়ে একটানা বৃষ্টির জেরে সমতলে বেশির ভাগ নদী গুলিই ঘোলা জলে কিছুটা ফুলে ফেঁপে উঠেছে। বেশির ভাগ ক্ষেত্রেই নদীর জল ঘোলা হয়ে উঠলেই নদীর পার্শ্ববর্তী এলাকার মৎস্যজীবীদের মাছ ধরার ধুম লেগে যায়। শনিবার সকালে জামাইষষ্ঠীর আগের দিন অসম-বাংলা সীমানা ঘেঁষা আলিপুরদুয়ার জেলার সংকোশ নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে পাঁচ ফুট, চার ফুট লম্বা বিশিষ্টের প্রায় ৪৫ এবং ৫০ কেজি ওজনের বাঘা আড়মাছ।
advertisement
আরও পড়ুনঃ পেটে গেলেই কুরে কুরে খায় ‘এঁদের’ লিভার! আজই করলা-উচ্ছে খাওয়া বন্ধ করা উচিৎ কাদের? নচেৎ শরীরের দফারফা
ঘটনার খবর চাউর হতেই মাছকে দেখার জন্য এলাকারই উৎসাহ জনতা ভিড় জমান মাছ দেখতে। জানা গিয়েছে, এর আগেও বেশ কিছু বাঘা আড় ধরা পড়ে ছিল এই নদী থেকে। এদিন এছাড়াও বিভিন্ন মাছও ধরা পড়ে জালে।নদীতে প্রতিবছরই মাঝে মধ্যেই ছোট বড় বিভিন্ন ওজনের মাছ ধরা পড়ে।
বাঘা আড় মাছ ধরা পড়ার খবর শুনে অসমের কোকরাঝার জেলার সাপকাটা এলাকার আব্দুল হাই নামে এক মাছ ব্যাবসায়ী সর্বোচ্চ ৩৫ হাজার টাকা দর দিয়ে কিনে নিয়ে যায় একটি বিশালাকৃতির মাছ। তিনি জানান, “জামাইষষ্ঠীর আগে জমজমাট খবর শুনে আমি ছুটে আসি এলাকায়। এরপর ৩-৪ জন মিলে মাছ মোটরসাইকেলে বেঁধে নিয়েছি।” আরেকটি মাছ এলাকায় বিক্রি করা হয়। ক্রেতারা ৭০০-৭৫০ টাকা কেজি দরে সেই মাছ কিনেছেন।
Annanya Dey