আরও পড়ুন: চোখ ধাঁধানো উজ্জ্বল বাসনে খাওয়ার শখ? এই গ্রামে এলেই ইচ্ছে পূরণ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাট বোঝাই লরিটি ধূপগুড়ির থেকে ময়নাগুড়ি দিকে যাচ্ছিল। আচমকা ধারাইগুড়ি টোল প্লাজার কাছে সেটি উল্টে যায়। সেই সময় রাস্তার পাশে থাকা কয়েকজন পাট বোঝাই লরিটির নিচে চাপা পড়ে যান। গভীর রাতে বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ এবং দমকল কর্মীরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পাট বোঝাই লরিটির নিচে চাপা পড়ে থাকা ব্যক্তিদের উদ্ধার করলে দেখা যায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। এরপর জেসিবি দিয়ে রাস্তা থেকে পাট সরিয়ে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সুরজিৎ দে






