আরও পড়ুন: আচমকা গ্রামের ভেতর ঘুরছে লাল রঙের রহস্যময় গাড়ি! তারপর যা ঘটল জগৎবল্লভপুরে
জ্যান্ত তক্ষক সহ ধৃতদের নাম কাজী সৈকত ও আশরাফ আলি। জলদাপাড়া বন বিভাগের তরফে জানা গিয়েছে কাজী সৈকত এর আগেও বন্যপ্রাণ পাচারের কাজে যুক্ত ছিল। সেই অভিযোগে তার সাজা হয়েছিল। সে ফের এই কাজ করতে গিয়ে ধরা পড়ল।
advertisement
উত্তর-পূর্ব ভারতের মনিপুর ও প্রতিবেশী দেশ ভুটানে তক্ষকের চাহিদা আছে। সেই কারণেই উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গল থেকে তক্ষক ধরে পাচার করার চক্র সক্রিয়। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, এই দুই অভিযুক্ত অসম হয়ে মনিপুরে এই তক্ষক পাচার করত। তবে গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে তাদের ধরা হয়। এই তক্ষকটি তারা কারোর বাড়ি থেকে ধরেছিল বলে খবর।
উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলার গ্রামাঞ্চলের বেশিরভাগ বাড়িতেই তক্ষক দেখতে পাওয়া যায়। এদিন বন বিভাগের তরফে দুই অভিযুক্তকে আদালতে তোলা হয় বলে জানান ডিএফও প্রবীণ কাসোওয়ান।
অনন্যা দে