দেবাশিস মণ্ডল (২২) ও নবকুমার মণ্ডল (২২) নামে ওই দুই যুবক নিখোঁজ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই নদীতে তাঁদের সন্ধানে তল্লাশি শুরু হয়। খবর পেয়ে ছুটে আসেন আশেপাশের এলাকার বাসিন্দারাও। নদীর দুই তীরে প্রচুর মানুষের ভিড় জমে যায়। অবশেষে স্থানীয়রা নদী থেকে এক বন্ধুর দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবাশিস মণ্ডলের দেহ উদ্ধার হয়েছে। কিন্তু নবকুমার মণ্ডলের সন্ধান এখনও পাওয়া যায়নি।
advertisement
আরও পড়ুন: প্রযুক্তি দূর করবে চিতাবাঘের আতঙ্ক! উত্তরের চা বাগানে নতুন ঘটনা
এই ঘটনার কান্নায় ভেঙে পড়েছে দুই যুবকেরই পরিবার। সোমবার দুপুর নাগাদ মালদহের ইংরেজবাজার ব্লকের মহদীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ভাগীরথী নদীতে ঘটনাটি ঘটে। ওই দুই যুবকেরই বাড়ি কালিয়াচক থানার রামনগর গ্রামে বলে জানা গিয়েছে। হঠাৎ দুই তরতাজা যুবকের এমন পরিণতিতে ভীত বাকিরা। প্রত্যক্ষদর্শীদের মতে সাবধানতার অভাবেই এই অবস্থা ঘটেছে। অপর নিখোঁজ যুবকের সন্ধানে এখনও তল্লাশি অভিযান চলছে।
হরষিত সিংহ