স্থানীয় সূত্র জানা গিয়েছে, পথ দুর্ঘটনায় মৃত দুই বন্ধুর নাম নন্দন বর্মন ও নারায়ন বর্মণ। দু’জনের বয়স আনুমানিক ১৮ বছরের কাছাকাছি। একজনের বাড়ি প্রেমেরডাঙার ধলোগুড়ি এলাকায়। আরেকজনের বাড়ি উনিশ বিশা গ্রাম পঞ্চায়েতের সুতারপাড়া এলাকায়। ,মর্মান্তিক খবর পৌছতেই শোকস্তব্ধ দুই পরিবার। দুর্ঘটনার ফলে এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘোকসাডাঙা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
আরও পড়ুনঃ KKR Team News: কেন ২৪.৭৫ কোটি টাকা দিয়ে স্টার্ককে কিনেছে কেকেআর? রহস্য ফাঁস করলেন গৌতম গম্ভীর
তবে রাসমেলা থেকে ফেরার পথে কীভাবে ঘটল এই দুর্ঘটনা তা এখনও সঠিকভাবে জানা যায়নি। অনুমান নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বন্ধু। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুই বন্ধুর মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ এলাকাবাসী।