সকাল থেকেই চা বাগানের ওই এলাকায় ঘুরছে হাতি দুটি।ঘটনাস্থলে গিয়েছেন মাদারিহাট রেঞ্জের বন কর্মীরা। হাতি দুটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে।পাশাপাশি এলাকায় মাইকিং চালাচ্ছে বন কর্মীরা। যাতে চা বাগানের ধারে কাছে না আসেন বাসিন্দারা।বন কর্মীরা মনে করছেন এই হাতি দুটি দল ছাড়া হয়ে গিয়েছে।কোন রাস্তায় যাবে বুঝে পাচ্ছেনা।
আরও পড়ুন: শান্তিপুর ষ্টেশনের নাম পরিবর্তনের আর্জি রেলমন্ত্রীকে, কী হতে পারে নতুন নাম? জেনে নিন
advertisement
চা বাগানের ওই এলাকায় চা গাছের ক্ষতি করছে। দুটি হাতি শ্রমিক মহল্লায় প্রবেশের আগে দুটিকে জঙ্গলমুখো করা হবে।এদিকে সকাল থেকে বৃষ্টি চলছে এলাকায়। বন কর্মীদের আশঙ্কা এই দুটি হাতিকে দেখে জঙ্গলের অন্য হাতি গুলি এলাকায় চলে এলে বড় ধরনের অশান্তির সম্ভাবনা রয়েছে। ট্রাঙ্কুলাইজ টিম তৈরি রেখে বন দফতর।হাতি দুটি বেগতিক হলেই ছোড়া হবে ঘুম পারানি গুলি।এলাকাবাসীদের হাতি দুটিকে উত্যক্ত করতে বারণ করেছেন বনকর্মীরা।