একটি বাইক ভুটান থেকে আসছিল এবং অপরটি হাসিমারা থেকে জয়গাঁর দিকে যাচ্ছিল। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। দুমড়েমুচড়ে যায় বাইক দুটি। দুই বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন।ঘটনার ভয়াবহতা দেখে এলাকাবাসীরা ছুটে আসেন।
আরও পড়ুন: ডুয়ার্স যাবেন? চমকে ওঠা খবর সামনে এল, পর্যটকরা শুনলে উৎফুল্ল হয়ে যাবেন
advertisement
তারা দুজনকে গুরুতর আহত অবস্থায় দেখেন। খবর দেওয়া হয় জয়গাঁ থানায়। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায় । আহতদের মধ্যে একজন আমিন ওরাঁও ভার্ণোবাড়ি চা বাগানের বাসিন্দা।
অপরজন ভুটানের বাসিন্দা রাজেশ ভুজেল। আমিন ওরাঁও-এর চিকিৎসা লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে চলছে। তবে ভুটানের বাসিন্দা রাজেশ ভুজেলের অবস্থা আশঙ্কাজনক। তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠান হয়েছে। রাজেশ ভুজেলের বাড়ি ফুন্টশোলিং-এ। জয়গাঁ থানার পুলিশ যোগাযোগ করছেন ফুন্টশোলিং পুলিশের সঙ্গে।
Annanya Dey