এদিকে এই দুর্ঘটনার জেরে ৫১২ নম্বর জাতীয় সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারে সাহায্য করেন। বংশীহারী থানার পুলিশকে খবর দেওয়া হয়। এরপর স্থানীয় বাসিন্দারা ওই তিন বাইক আরোহীকে রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
advertisement
আরও পড়ুনঃ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! বিচ্ছিন্ন হয়ে গেল বাইক আরোহীর পা, ঘটনাস্থলেই মৃত্যু
এরপর মৃত দুই যুবকের দেহ বালুরঘাট পুলিশ মর্গে পাঠানো হয়। গুরুতর জখম আরও এক বাইক আরোহী জিতেন টুডু বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই জাতীয় সড়কের ওই অংশে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। কিন্তু এখনও পর্যন্ত রাস্তার নিরাপত্তা বাড়াতে কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় পুরো এলাকাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।






