TRENDING:

Road Accident: মেলা দেখতে যাওয়াই কাল হল! ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু, গুরুতর আহত ১

Last Updated:

Road Accident: মেলা দেখে ফেরার সময় বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত ২, গুরুতর জখম ১। এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামীঃ মেলা দেখতে যাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল! কালীপুজো উপলক্ষে মেলা দেখে ফেরার সময় দৌলতপুর এলাকায় বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত ২, গুরুতর জখম ১। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তিদের নাম নির্মল টুডু (২২) এবং খাড়া মুরমু (৩০)। এদের প্রত্যেকের বাড়ি গাজোল থানার সুন্দরপুর এলাকায়। এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পথ দুর্ঘটনা দুই বাইক আরোহীর মৃত্যু
পথ দুর্ঘটনা দুই বাইক আরোহীর মৃত্যু
advertisement

এদিকে এই দুর্ঘটনার জেরে ৫১২ নম্বর জাতীয় সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারে সাহায্য করেন। বংশীহারী থানার পুলিশকে খবর দেওয়া হয়। এরপর স্থানীয় বাসিন্দারা ওই তিন বাইক আরোহীকে রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

advertisement

আরও পড়ুনঃ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! বিচ্ছিন্ন হয়ে গেল বাইক আরোহীর পা, ঘটনাস্থলেই মৃত্যু

এরপর মৃত দুই যুবকের দেহ বালুরঘাট পুলিশ মর্গে পাঠানো হয়। গুরুতর জখম আরও এক বাইক আরোহী জিতেন টুডু বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পেশায় দিনমজুর আদিবাসী বৃদ্ধের ভুবন ভোলানো প্রতিভা! নিজের কানেই শুনুন
আরও দেখুন

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই জাতীয় সড়কের ওই অংশে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। কিন্তু এখনও পর্যন্ত রাস্তার নিরাপত্তা বাড়াতে কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় পুরো এলাকাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Road Accident: মেলা দেখতে যাওয়াই কাল হল! ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু, গুরুতর আহত ১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল