Road Accident: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! বিচ্ছিন্ন হয়ে গেল বাইক আরোহীর পা, ঘটনাস্থলেই মৃত্যু
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Road Accident: দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ ফের ১২ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতের নাম হাসিবুর রহমান ওরফে সাহেব (৩৮), বাড়ি মুর্শিদাবাদের বেলেডাঙা থানার অন্তর্গত এলাকায়। সূত্র মারফত জানা যায়, তিনি রাতের দিকে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে বেলেডাঙার দিকে যাচ্ছিলেন। সেই সময় শান্তিপুর-বেলেডাঙা মোড় এলাকায় তাঁর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
এই খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মৃতের পরিবারকে খবর দেওয়া হলে তাঁরা এসে দেহটি শনাক্ত করেন। পুলিশের পক্ষ থেকে দেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ বাড়িতে টিনের শেড মেরামতির সময় আচমকা দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সানশেড, গুরুতরভাবে জখম শিশু-সহ ৫
পরিবার সূত্রে জানা গিয়েছে, হাসিবুর পেশায় একজন ড্রাইভার ছিলেন। তাঁর স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, কালীপুজোর মরশুমে একের পর এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একাধিক পথচারী এবং বাইক আরোহীর। গত এক সপ্তাহে প্রায় প্রতিদিনই সাধারণ মানুষকে কোনও না কোনও দুর্ঘটনার শিকার হতে হয়েছে। তাঁরা যদিও সম্পূর্ণভাবে বেপরোয়া ভাবে গাড়ি চালানো চালকদের দোষারোপ করছেন। পুলিশ প্রশাসনকে তাঁদের অনুরোধ, আরও কড়াভাবে পদক্ষেপ নিলেই একমাত্র দুর্ঘটনার প্রবণতা কমবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
October 24, 2025 3:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! বিচ্ছিন্ন হয়ে গেল বাইক আরোহীর পা, ঘটনাস্থলেই মৃত্যু

