ধৃতদের মোবাইল ফোন ও নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। জানাগিয়েছে , লকডাউন এর জেরে মালদহে ৩৪ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন এলাকায় চলছে নাকা চেকিং । শনিবার ভোরে চার চাকার গাড়িতে মাদক ট্যাবলেট পাচার হচ্ছিল । পুলিশের ব্যারিকেড দেখে গাড়ি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তৎপরতার সঙ্গে গাড়িটিকে আটক করে । গাড়িতে থাকা দুই যুবকের কেউই পুলিশের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি । এতে পুলিশের সন্দেহ আরও বাড়ে । পরে তল্লাশির সময় মোট ৭টি প্যাকেটের ১৪ হাজার মাদক ট্যাবলেট পাওয়া যায়।
advertisement
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে এই ট্যাবলেট গুলি মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে মালদা হয়ে দক্ষিণ দিনাজপুরের হিলিতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকে বাংলাদেশে পাচারের পরিকল্পনা থাকতে পারে বলে অনুমান পুলিশের। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিচ্ছে পুলিশ। এরআগে গত শুক্রবারে মালদার হবিবপুর থানার আইহো এলাকায় নাকা চেকিং এর সময় সন্দেহজনক অ্যাম্বুলেন্স আটক করে প্রচুর বিদেশী মদের হদিস পায় পুলিশ । ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় তিনজনকে । এর ২৪ ঘন্টার মধ্যেই এবার উদ্ধার হলো প্রচুর মাদক ট্যাবলেট। পরপর ঘটনায় পুলিশ নিশ্চিত সক্রিয় হয়েছে মাদক পাচার চক্র । জেলার বিভিন্ন থানার পুলিশকে সতর্ক করে নাকা চেকিং জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
