TRENDING:

Sikkim Strike: সিকিমে ধর্মঘট, খা খা করছে গ্যাংটক! বেড়াতে গিয়ে বেজায় বিপাকে পর্যটকরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গ্যাংটক: ১২ ঘণ্টার সিকিম ধর্মঘটে বেজায় বিপাকে পর্যটকরা৷ জয়েন্ট অ্যাকশন কাউন্সিলের ডাকে আজ ১২ ঘণ্টার ধর্মঘট চলছে সিকিমে৷ সকাল থেকেই বন্ধ যান চলাচল। দোকানপাটের ঝাঁপ বন্ধ। খোলেনি বাজারঘাটও। এমন কি, ছাড় দেওয়া হচ্ছে না পর্যটকদের গাড়িগুলিকেও৷ ফলে সিকিম বেড়াতে যাওয়ার পথে শিলিগুড়িতেই আটকে পড়েছেন বহু পর্যটক৷
ধর্মঘটে জনশূন্য গ্যাংটকের রাস্তা৷
ধর্মঘটে জনশূন্য গ্যাংটকের রাস্তা৷
advertisement

একটি মামলার রায় দিতে গিয়ে সম্প্রতি সিকিমে বসবাসকারী নেপালি সম্প্রদায়ের মানুষকে অভিবাসী বলে উল্লেখ করে সুপ্রিম কোর্ট৷ এরই প্রতিবাদে সরগরম হয়ে উঠেছে সিকিমের রাজনীতি৷ সুপ্রিম কোর্টের এই নির্দেশের প্রতিবাদেই এ দিন ১২ ঘণ্টার সিকিম ধর্মঘটের ডাক দিয়েছএ জয়েন্ট অ্যাকশন কাউন্সিল৷ এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে সিকিমের সব রাজনৈতিক দলও৷ ফলে ধর্মঘট হচ্ছে সর্বাত্মক৷

advertisement

আরও পড়ুন: স্কুলের দরজা খোলা থেকে মিড ডে মিলের দেখভাল, অবসরের পরও রোজ বিনা পারিশ্রমিকে পড়াতে আসেন এই শিক্ষক

এই ধর্মঘটের কথা আগে থেকে জানতে পারেননি অধিকাংশ পর্যটকই৷ অনেকে যেমন সিকিমে গিয়ে হোটেলে বন্দি হয়ে পড়েছেন, সেরকম বহু পর্যটক, তেমনই এ দিন সকালে শিলিগুড়িতে পৌঁছে আটকে পড়েছেন বহু পর্যটক৷ বাগডোগরা বিমানবন্দর, এনজেপি রেল স্টেশন থেকে কোনও গাড়ি পাননি তাঁরা৷

advertisement

আরও পড়ুন: পেশায় ব্যবসায়ী, কিন্তু রোজ এলাকায় ঝাড়ু দেন! কারণ শুনলে চমকে যাবেন

অনেকেরই তিন মাস আগে থেকে যাতায়াতের টিকিটও কাটা ছিল, হোটেলেরও বুকিং করা ছিল৷ সবথেকে বড় কথা বেড়াতে এসে আচমকা ধর্মঘটে একটা গোটা দিন নষ্ট হওয়ায় মন খারাপ অনেকেরই৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

এ দিন সকাল থেকে গ্যাংটকের রাস্তা ছিল কার্যত জনশূন্য। আজ সন্ধ্যে ৬টার পর সিকিমের জনজীবন স্বাভাবিক হবে বলে জানিয়েছেন জয়েন্ট অ্যাকশন কাউন্সিলের নেতারা। এর আগে গত ৪ ও ৫ ফ্রেব্রুয়ারি বনধের ডাক দিয়েছিল পবন চামলিংয়ের সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট। ওই ধর্মঘটকে কেন্দ্র করে ব্যাপক গোলমাল হয়েছিল। তবে আজ কোনও গোলমাল হবে না বলেই দাবি আহ্বায়কদের। কারণ এই বনধকে সব রাজনৈতিক দলই সমর্থন করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sikkim Strike: সিকিমে ধর্মঘট, খা খা করছে গ্যাংটক! বেড়াতে গিয়ে বেজায় বিপাকে পর্যটকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল