TRENDING:

Trinamool Clash: ফাঁসিদেওয়ায় তৃণমূল-দলত্যাগী নির্দলদের কাজিয়া তুঙ্গে, সন্ত্রাসের অভিযোগে উত্তপ্ত এলাকা!

Last Updated:

Trinamool Clash: ভোটের মুখে বিজেপিতে বড়সড় ভাঙন, প্রায় ৩০০ পরিবার পদ্ম ছেড়ে যোগ দিলেন ঘাসফুলে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস, ভয় দেখানোর অভিযোগ তুললেন দলত্যাগী নির্দল প্রার্থী আখতার আলি। এমনকী অভিযোগ, তাদের প্রচারেও বাধা দেওয়া হচ্ছে। তাদের সমর্থকদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। পতাকা, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উলটে তাদের সমর্থকদের জেরা করছে পুলিশ। রবিবার এমনই গুরুতর একগুচ্ছ অভিযোগ করলেন দলত্যাগী নির্দল প্রার্থী আখতার আলি।
তৃণমূল-দলত্যাগী নির্দল কাজিয়া তুঙ্গে
তৃণমূল-দলত্যাগী নির্দল কাজিয়া তুঙ্গে
advertisement

টিকিট না পাওয়ায় তৃণমূল থেকে পদত্যাগ করেন আখতার ও তাঁর অনুগামীরা। যা নিয়ে উদ্বেগে শাসকগোষ্ঠী। ভোটে যাতে এর প্রভাব না পড়ে সেজন্যে তড়িঘড়ি ফাঁসিদেওয়ায় যান গৌতম দেব, কুন্তল রায়রা। আখতার কিন্তু নিজের জয়ের ব্যাপারে আশাবাদী। ফাঁসিদেওয়ার একাধিক গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে প্রার্থীও দিয়েছেন তিনি। পাল্টা নির্দলদের আক্রমণ তৃণমূল প্রার্থী আইনুল হকের। তাঁর সাফ দাবি, কোনও নির্দল নেই। যারা দল ছেড়েছে, তাদের পাশে মানুষ নেই। নির্দলের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তাঁর। আর এলাকায় সন্ত্রাসের কোনো প্রশ্নই নেই বলে দাবি করেন। উল্টে নির্দলরা বাইরে থেকে লোক এনে মিছিল করছে বলে অভিযোগ করেন আইনুল হক।

advertisement

আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা? দারুণ সুখবর শোনালো হাওয়া অফিস

মহকুমা পরিষদের আসনে আইনুলের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আখতার। অন্যদিকে ভোটের আগে তৃণমূলে যোগদানের হিড়িক পড়েছে! খড়িবাড়ির পানিট্যাঙ্কি ও দুধগেটে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় ৩০০ পরিবার। দাবি তৃণমূলের। আজ তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব। "মানুষ দিদির উন্নয়নে সামিল হচ্ছে, যারা ভুল করে অন্য দলে যোগ দিয়েছিলেন, আজ তারাও ফিরে আসছে। সব জায়গায় এই ধরনের প্রবণতা বাড়ছে।", দাবি জেলা সভনেত্রীর।

advertisement

আরও পড়ুন: ফের হু হু করে বাড়ছে Covid-19, বাংলায় একদিনে আক্রান্ত ১৩৯! চিন্তা বাড়াচ্ছে কলকাতা, উত্তর ২৪ পরগণা

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

আসন্ন মহকুমা পরিষদের নির্বাচনের ইভিএমের প্রভাব পড়বে। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির জেলা নেতৃত্ব। আজ একাধিক গ্রামে নির্বাচনী প্রচারে যোগ দেন সাংসদ রাজু বিস্তা, বিধায়ক আনন্দময় বর্মন, শঙ্কর ঘীষ, দূর্গা মূর্মূরা। কাল নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে বিজেপি।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Trinamool Clash: ফাঁসিদেওয়ায় তৃণমূল-দলত্যাগী নির্দলদের কাজিয়া তুঙ্গে, সন্ত্রাসের অভিযোগে উত্তপ্ত এলাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল