রাজ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাস সংক্রমণ! দ্রুত লাফিয়ে বাড়ছে পরিসংখ্যান। প্রসঙ্গত, গোটা দেশেই প্রত্যেকদিন সংক্রমণ হু হু করে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কয়েকটি রাজ্যের পরিস্থিতি রীতিমতো ভয় বাড়াচ্ছে। সেই দিক থেকে খুব স্বস্তিতে নেই বাংলাও। উদ্বেগ বাড়াচ্ছে বাংলার সংক্রমণের গ্রাফ। গত তিনমাসেরও বেশি সময় পর ইতিমধ্যে দুদিন আগেই বাংলায় সংক্রমণ ১০০ ছাড়িয়েছে। কিন্তু সেখানেই থেমে থাকেনি কোভিড গ্রাফ। (Coronavirus Alert Bengal)
অন্যদিকে কলকাতা এবং উত্তর ২৪ পরগণা নিয়ে বাড়ছে উদ্বেগ। জানা যাচ্ছে, এই দুই জেলাতেই সংক্রমণ বাড়ছে। অন্যদিকে রাজ্যে করোনায় অ্যাক্টিভ কেস বেড়ে হয়েছে ৬৬২। অন্যদিকে হোম আইসোলেশনে রয়েছেন ৬৪৩ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ১৯ জন। তবে গত ২৪ ঘন্টায় রাজ্যে ৫২ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। আর তা নিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৯,৯৮, ৩০৬ জন।
তিন হাজারেরও বেশী মানুষ শুধু মহারাষ্ট্ৰেই করোনা আক্রান্ত হয়েছেন। আর এরপরেই তালিকায় রয়েছে কেরল। প্রায় দুহাজারেরও বেশী মানুষ সে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন। সেদিকে তাকালে বাংলায় সংক্রমণ স্বস্তিদায়ক হলেও সংক্রমণের বৃদ্ধি নিয়ে একটা উদ্বেগের জায়গা আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফলত সাধারণের জন্য তাঁদের পরামর্শ সতর্কতা অবলম্বন করা ও দেশের করোনা বিধিনিষেধ অর্থ মাস্ক, স্যানিটাইজার নিয়ম ঠিকমতো পালন করে সুরক্ষিত থাকা। (Coronavirus Alert Bengal)