Monsoon: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা? দারুণ সুখবর শোনালো হাওয়া অফিস
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Monsoon: আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা। ঝড়-বৃষ্টির সম্ভাবনা বিকেল ও সন্ধ্যায়। বেলা বাড়লে আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে।
advertisement
advertisement
advertisement
উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে। বাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। আগামী মঙ্গল বুধবার নাগাদ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। সিকিম ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গল ও বুধবার থেকে। প্রতীকী ছবি
advertisement
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। আগামী কয়েকদিনে পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া উত্তরবঙ্গ জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। কলকাতা-সহ বাকি জেলায় অল্টারনেটিভ ডে-তে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে একই তাপমাত্রা থাকবে, বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। প্রতীকী ছবি
advertisement
আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা। ঝড়-বৃষ্টির সম্ভাবনা বিকেল ও সন্ধ্যায়। বেলা বাড়লে আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে সামান্য। প্রতীকী ছবি
advertisement
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ৩ জুন থেকে একই অবস্থানে রয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়ির ওপর শুক্রবার থেকে রয়েছে মৌসুমী বায়ু। কর্নাটকের ব্যাঙ্গালুরুতে প্রায় ৩১শে মে থেকে একই অবস্থানে থাকলেও চিকমাগালুর বেঙ্গালুরুর পর একটু সরে তামিলনাডুর উপর দিয়ে বিস্তৃত ছিল। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অগ্রগতি হয়েছে দক্ষিণ পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগর বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘণ্টায় গুজরাত, মহারাষ্ট্র-সহ অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় ঢুকবে বর্ষা। পরবর্তী দুই তিন দিনে মৌসুমী বায়ু পূর্ব ভারতের রাজ্য বিহার ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঢুকে পড়বে। প্রতীকী ছবি
advertisement
advertisement
আগামী কয়েকদিন মেঘালয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আসাম সহ সিকিম ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ এবং সিকিমে। আগামী পাঁচ দিন বিহার ঝাড়খন্ড ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে ভারী বৃষ্টির পূর্বাভাস। তামিলনাডু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা করাইকাল পন্ডিচেরি কর্ণাটক এবং কেরল ও মাহেতে ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রতীকী ছবি
advertisement
তাপপ্রবাহ সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় রাজস্থান পাঞ্জাব হরিয়ানা দিল্লী উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ঝাড়খণ্ডের কিছু অংশ এবং মধ্য ভারতের বিদর্ভে তাপপ্রবাহের সম্ভাবনা। উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অর্থাৎ মধ্যভারতে তাপপ্রবাহ চলবে। উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এর সঙ্গে ঝাড়খন্ড উড়িষ্যাতে ও তাপপ্রবাহের সম্ভাবনা। রাজস্থানে রয়েছে ধূলিঝড়ের আশঙ্কা। প্রতীকী ছবি