প্রাচীন এই মেলায় প্রতিবছর ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। তার আগে জেলা প্রশাসনের তরফে সাজিয়ে তোলা হচ্ছে গোটা মন্দির চত্বর। প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে করা হচ্ছে ঐতিহ্যবাহী মদন মোহন জিউ মন্দিরের সংস্কারের কাজ। নতুন ভাবে নির্মিত হচ্ছে স্নান ঘাট। ভক্তদের সুবিধার্থে তাদের থাকার জন্য তৈরি করা হচ্ছে একাধিক ভবন ও শৌচালয়ের ঘর।
advertisement
আরও পড়ুন: মাথার ঘাম পায়ে ফেলার দিন শেষ! এবার মেশিনে ছানা দিলেই বেরিয়ে আসবে টপাটপ রসগোল্লা
মন্দিরের সেবায়ীত মদন মোহন পানিগ্রাহী জানান, “এই মেলায় বিশ্বব্যাপী ভক্তরা অংশগ্রহণ করে। প্রাচীন এই মন্দিরকে সংস্কার করা হচ্ছে। মন্দির সম্মুখে যাত্রী নিবাস তৈরি করা হচ্ছে। আধুনিক রূপে পাথরের নকশা দিয়ে সাজান হচ্ছে মূল গেট। রাধা কুণ্ডু শ্যাম কুন্ডু ঘাট পুনর নির্মাণ করা হচ্ছে। আশা করা হচ্ছে আগামী বছরের আগেই সমস্ত কাজ সম্পন্ন হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহ জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন এলাকা গৌড়। এই গৌড়ে রয়েছে বাংলার একাধিক ইতিহাস। বৃন্দাবন যাওয়ার পথে এই গৌড়ের রামকেলিতে বিশ্রাম নিয়েছিলেন শ্রী চৈতন্য প্রভু। শ্রী চৈতন্য প্রভুর পায়ের ছাপ আজও রয়েছে সেখানে। তাই প্রতিবছর প্রভুকে স্মরণ করে সেখানে হয়ে আসছে জেলার প্রসিদ্ধ রামকেলি মেলা ও পুজো।
জিএম মোমিন