আরও পড়ুন: বাজেটে আশা কর্মীদের নিয়ে ঘোষণায় প্রশ্ন- স্বাস্থ্যসাথীর সঙ্গেই আয়ুষ্মান ভারতের সুবিধা?
ইয়ালাম্বার বাজা, মুরচুঙ্গা, বীণায়ু সহ নানান সঙ্গীতযন্ত্র এক সমৃদ্ধ ঐতিহ্য বহন করে। কিন্তু অত্যাধুনিক যন্ত্র সঙ্গীতের দাপটে এগুলি হারিয়ে যেতে বসেছে। বর্তমান প্রজন্ম জানেনই না কীভাবে এই বাদ্যযন্ত্রগুলি বাজাতে হয়। দেখতে কেমন হয় তাও অনেকের অজানা। এই বিষয়ে দুর্গা রাই জানান, আধুনিকতার ছোঁয়া সর্বত্র লেগেছে। রাই সমাজের নতুন প্রজন্মের প্রতিনিধিরা এগুলোর নামই শোনেনি, বাজিয়ে দেখা তো দূরের কথা। তাই এই প্রাচীন ঐতিহ্য ধরে রাখার জন্য সরকারের সহায়তা দরকার।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাই সমাজের মানুষেরা জানিয়েছেন, এই বাদ্যযন্ত্র বাঁশের তৈরি হয়। ইয়ালাম্বার বাজা হাত দিয়ে, মুরচুঙ্গা মুখে বাজানো হয়। রাই জনজাতির আরও বাদ্যযন্ত্র রয়েছে, এগুলি সাধারণত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাজানো হয়। এই বাদ্যযন্ত্রগুলি সম্পর্কে সকলে জানুক তা চাইছেন রাই সমাজের মানুষেরা।বিশ্ববিদ্যালয় বা অন্য কোনও মিউজিয়ামে স্থান পাক বাদ্যযন্ত্রগুলি, এমনটাই ইচ্ছে তাঁদের।
অনন্যা দে