Budget 2024: বাজেটে আশা কর্মীদের নিয়ে ঘোষণায় প্রশ্ন- স্বাস্থ্যসাথীর সঙ্গেই আয়ুষ্মান ভারতের সুবিধা?
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
স্বাস্থ্যসাথী কার্ডের পাশাপাশি অতিরিক্ত হিসেবে আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যাবে কি?
হুগলি: লোকসভা ভোটের আগে বৃহস্পতিবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন। সেখানে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষণা করেছেন। তাঁদের কেন্দ্রের আয়ুষ্মান ভারতের যোজনায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এবার থেকে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পাবে। এই ঘোষণায় খুশি সকলে।
advertisement
জুথিকা দাস নামে এক আশা কর্মী অর্থমন্ত্রীর ঘোষণা শুনে বলেন, এতে আমাদের খুব সুবিধা হল৷ আমরা যা বেতন তাতে ভাল করে চলে না। ফলে চিকিৎসার খরচ যোগাড় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এখন সরকার পাশে এসে দাঁড়ালে খুবই উপকৃত হব৷ মৌসুমী রায় নামে অন্য আশা কর্মী বলেন, এটা খুশি হওয়ার মত বিষয়। সবার উপকার হবে৷ মেডিক্লেম ব্যবস্থা হলে অনেকটা উপকার হয়৷
advertisement
এই প্রসঙ্গে কটাক্ষের সুর হুগলি জেলা তৃণমুলের সহ-সভাপতির গলায়। তিনি বলেন, এত দিন আয়ুষ্মান প্রকল্পতে কারা যুক্ত ছিল? তা হলে সকলে যুক্ত ছিল না। এই সব নির্বাচনে জেতার জন্য। পশ্চিমবঙ্গে এই করে মেয়েদের ভোট পাবে না৷ যেটা করছে সবটাই মমতা ব্যনার্জির প্রকল্পের চিন্তাধারাকে নকল করে করার চেষ্টা করছে। উল্লেখ্য বাংলায় প্রায় অনুরূপ স্বাস্থ্য বিমা প্রকল্প আগেই সকলের জন্য চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার, যা স্বাস্থ্যসাথী নামে পরিচিত।
advertisement
এদিকে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক বলেন, এরফলে সমাজের প্রান্তিক মানুষগুলো আরও উপকৃত হবে। পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা বড় বড় কথা বলে আমরা সব দিয়ে দিয়েছি। তাহলে আশা কর্মীরা কেনও আন্দোলন করছে?
আরও খবর পড়তে ফলো করুন
তবে এই ঘোষণার পর বাংলার আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে একটি প্রশ্ন দেখা দিয়েছে। তাঁদের বেশিরভাগেরই রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড আছে। সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের পাশাপাশি অতিরিক্ত হিসেবে আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যাবে কি? একই সঙ্গে দুই সরকারের দুটি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে কিনা এই উত্তর এখন খুঁজে বেড়াচ্ছেন তাঁরা।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2024 7:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Budget 2024: বাজেটে আশা কর্মীদের নিয়ে ঘোষণায় প্রশ্ন- স্বাস্থ্যসাথীর সঙ্গেই আয়ুষ্মান ভারতের সুবিধা?