মেন্দাবাড়ির এই রায় পরিবার মেচ জনজাতির মানুষ। কালচিনি ব্লকের মধ্যে সবচেয়ে পুরোনো বাড়ির পুজো তাঁদের। বাঙালি বনেদি বাড়ির পুজো সকলে জানেন। তবে মেচদের পুজো কীভাবে হয় তা সকলের অজানা। এবারে নিজেদের পুজোর কাহিনী তুলে ধরলেন রায় বাড়ির সদস্যরা। করলেন পূর্বের স্মৃতিচারণ।
advertisement
দুর্গাপুজো এক সময় উৎসবের চেহারা নিত আলিপুরদুয়ারের এই গ্রামে। এলাকাবাসীদের পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করা হত এই বাড়ির পক্ষ থেকে। রায় বাড়ির সদস্য সুব্রত রায় জানান, “এই পুজোর সঙ্গে আমাদের ছোট বেলার স্মৃতি জড়িয়ে রয়েছে। ঠাকুরদা, বাবাকে দেখতাম পুজোর জোগাড় করতেন। জন্মাষ্টমী থেকে পুজোর প্রস্তুতি শুরু হয়ে যেত।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রায় বাড়িতে রয়েছে রাধা গোবিন্দ মন্দির। যেখানে রয়েছে প্রতিষ্ঠিত রাধা মাধব। ঠাকুর দালানে পূজিত হন দেবী দুর্গা। পূর্বে বাড়িতেই কাঠামোতে তৈরি হত দেবী দুর্গা বলে জানান বাড়ির মেয়ে চন্দ্রা নার্জিনারি। জন্মাষ্টমীর দিন হত কাঠামো পুজো। তবে এখন বাড়িতে প্রতিমা গড়ে ওঠে না। তবে পুজো নিয়ম মেনে হয়।