উত্তরবঙ্গে বর্ষা আগেই ঢুকে গিয়েছে। শুরু হয়েছে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামতেও শুরু করেছে। এই বৃষ্টির কারণেই হঠাৎ জল বেড়ে যায় ডুয়ার্সের কমলাই নদীতে। আর তাতেই ঘটে বিপত্তি। কুমলাই নদীর জলে ডুবে যায় ট্রাক্টর।ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও। এরপর আরও দুটো ট্রাক্টর দিয়ে ডুবে যাওয়া ট্রাক্টর উদ্ধার করে লোকজন।
advertisement
আরও পড়ুন: বউমারা কেন বাদ যাবে, জামাইষষ্ঠীর একদিন আগে অন্য ‘ষষ্ঠী’!
সিকিমে ভারী বৃষ্টির জেরে জল বেড়েছে পাহাড়ি নদীগুলির। জানা গিয়েছে, মাল ব্লকের বড় দিঘি সংলগ্ন কমলাই নদীতে প্রতিদিনের মত চাষাবাদ করার পর এক কৃষক ট্রাক্টর পরিষ্কার করতে গিয়েছিলেন। সেই কাজ চলাকালীন হঠাৎ নদীর জল বেড়ে যায়। ধেয়ে আসে হড়পা বান। আর তাতেই হঠাৎ নদীর জলে ডুবে যায় ট্রাক্টর। পাহাড়ে অতি বৃষ্টির ফলে পাহাড় সংলগ্ন কমলাই নদীতে হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।
সুরজিৎ দে