ট্রাক্টর চালক জরিফুল ইসলামের বাড়ি (৬৫) উত্তর দিনাজপুরের ঘিরনিগাও পঞ্চায়েতের গোয়াবাড়ি গ্রামে। অন্যান্য দিনের মত সোমবার সকালেও তিনি ট্রাক্টর নিয়ে চাষের জমিতে যাচ্ছিলেন। আগাম বুকিং ছিল। কিন্তু গেন্নামোর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাতই ট্রাক্টর নিয়ে খালে পড়ে যান। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ ছুটে আসে। খবর পেয়ে এসে পৌঁছয় দাসপাড়া ফাঁড়ির পুলিশ। এলাকাবাসীর সাহায্যে ট্রাক্টর চালক জরিফুল ইসলামকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে তিনি মারা গিয়েছেন।
advertisement
আরও পড়ুন: কৌস্তভ বাগচী মামলায় পুলিশ কমিশনারের রিপোর্টে অসন্তুষ্ট আদালত, এবার হলফনামা তলব
এরপর পুলিশ ওই ট্রাক্টর চালকের দেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন মৃত ট্রাক্টর চালকের পরিবারের সদস্যরা। উল্লেখ্য জরিফুলই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। গত কয়েক বছর তাঁর ট্রাক্টর চালানোর হাত ধরে পরিবারে আর্থিক স্থিতাবস্থা ফিরেছিল। কিন্তু হঠাৎ এই ঘটনায় সব শেষ হয়ে গেল।
চঞ্চল মোদক