কলকাতা: কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর বাড়িতে মাঝরাতে পুলিশি অভিযানের ঘটনায় বিপাকে কলকাতা পুলিশ কমিশনার৷ তাঁর রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট৷ এবার হলফনামা তলব করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। কৌস্তভ বাগচীর গ্রেফতারির মামলায় কলকাতার পুলিশ কমিশনারের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করলেন তিনি।
এদিন আদালতে বিচারপতি বলেন, "রিপোর্টে কৌস্তভ বাগচীর বাড়িতে পুলিশি অভিযান যুক্তিগ্রাহ্য বলছেন কমিশনার! কমিশনারের রিপোর্ট গ্রহণযোগ্য নয়।" এরপরেই সরকারি আইনজীবীকে বিচারপতির প্রশ্ন, "গোটা ঘটনা গ্রহণযোগ্য নয়, সবাই জানে। তাহলে কি এটা মনে করতে হবে যে কমিশনার তার অধীনস্থ পুলিশকে বেআইনি কাজের জন্য উৎসাহিত করছেন?"
আরও পড়ুন: কংগ্রেসের কালো প্রতিবাদে হঠাৎই হাজির তৃণমূল, মল্লিকার্জুন খাড়্গের বৈঠকে গেলেন ২ বিধায়ক
এরপরেই আগামী ১২ এপ্রিলের মধ্যে আদালতে রাজ্যের হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ২০ এপ্রিল পরবর্তী শুনানি৷ ততদিন পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী নির্দেশ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানাতে সোজা দিল্লি! এবার মোদি শরণে বঙ্গ বিজেপির সাংসদেরা
গত ৩ মার্চ রাতে কৌস্তুভের ব্যারাকপুরের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। হুমকি এবং অশান্তি ছড়ানোর অভিযোগে ৪ মার্চ সকালে তাঁকে গ্রেফতার করা হয়। ‘বিনা কারণে’ কলকাতার বড়তলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে বলে দাবি করেন কৌস্তুভ। কংগ্রেস নেতার গ্রেফতারি ঘিরে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। শনিবারই বিকেলে জামিনে মুক্তি পান কৌস্তুভ। এর পরই পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস নেতা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।