Narendra Modi | Sukanta Majumder: প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানাতে সোজা দিল্লি! এবার মোদি শরণে বঙ্গ বিজেপির সাংসদেরা

Last Updated:

বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বর্তমান অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানাতে তাঁর কাছে সময় চেয়েছিলেন এ সাংসদেরা৷ আগামী ২৮ মার্চ, মঙ্গলবার দুপুর ১২টার নাগাদ সেই সময় পাওয়া গিয়েছে৷

নয়াদিল্লি: নিজের দলের সাংসদদের মুখে এবার পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেবেন নরেন্দ্র মোদি৷ ২৮ মার্চ, অর্থাৎ, আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চলেছেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার সহ বাকি সাংসদেরা৷ সূত্রের খবর, মোদি শরণে রাজ্যের বেলাগাম দুর্নীতির অভিযোগ তুলে ধরতেই তাঁদের এই বিশেষ উদ্যোগ।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বর্তমান অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানাতে তাঁর কাছে সময় চেয়েছিলেন এ সাংসদেরা৷ আগামী ২৮ মার্চ, মঙ্গলবার দুপুর ১২টার নাগাদ সেই সময় পাওয়া গিয়েছে৷
আরও পড়ুন: শুধু ৪‍% অতিরিক্ত ডিএ নয়, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পকেটে আসছে আরও টাকা!
এবিষয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "বাংলার সাংসদরা বারবার বলছিলেন তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। আমাদের প্রধানমন্ত্রী মঙ্গলবার সময় দিয়েছেন। আমরা তাঁর সামনে জবকার্ডের দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সড়ক যোজনার দুর্নীতির বিষয়-সহ নানান বিষয় বিশদে তুলে ধরব৷"
advertisement
advertisement
এরপরেই সুকান্ত বলেন, "মোদিজি আমাদের অভিভাবক। তিনি কোনও পরামর্শ দিলে সেটা আমাদের কাছে নির্দেশ। আমার সর্বশক্তি দিয়ে সেটা পালন করি। এ বারও এই কৌতূহল নিয়ে যাব যে, তিনি কোন পথনির্দেশ করেন।"
আরও পড়ুন: ফোন চুরি করলেও তা ব্যবহার করতে পারবে না চোর! করতে হবে এই কাজ, জেনে রাখুন পদ্ধতি
সামনেই পঞ্চায়েত নির্বাচন৷ তারপরেই ২০২৪ এর লোকসভা নির্বাচন৷ তার আগে এ রাজ্যের নেতাদের বুথ স্তরের সংগঠনকে আরও মজবুত নির্দেশ দিয়েছেন জে পি নাড্ডারা৷ তার উপরে, এই দুই নির্বাচনেই এরাজ্যের দুর্নীতিকে ভোটপ্রচারের বড় হাতিয়ার করতে চাইছে বিজেপি। তাই দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদি তাঁর দলের সাংসদদের বিশেষ কোনও বার্তা দেন কি না, মঙ্গলবার সেদিকেই থাকবে সকলের৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi | Sukanta Majumder: প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানাতে সোজা দিল্লি! এবার মোদি শরণে বঙ্গ বিজেপির সাংসদেরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement