Mobile Phone: ফোন চুরি করলেও তা ব্যবহার করতে পারবে না চোর! করতে হবে এই কাজ, জেনে রাখুন পদ্ধতি
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রি (CEIR) চালু করেছে। এটি ভারতের সমস্ত মোবাইল IMEI ডাটাবেসের সাথে সংযোগ করে। এটি উদ্দেশ্যমূলকভাবে মোবাইল চুরি কমানোর জন্য তৈরি করা হয়েছে।
মোবাইল ফোনই এখন আমাদের জীবন৷ এর মধ্য়েই থাকে যাবতীয় জরুরি এমনকি, গোপনীয় তথ্যও৷ তাই হঠাৎ করে তা হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে৷ গোপনীয় জিনিস অন্যদের হাতে চলে যাবে না তো? তবে তা রোখার জন্য় ভারত সরকার এনেছে বিশেষ ব্য়বস্থা৷ এর মাধ্য়মে চুরি যাওয়া ফোন কিছুতেই ব্যবহার করতে পারবে না চোরেরা৷ আপনার তথ্য়ও বেহাতে পড়বে না৷ কিন্তু, কী করতে হবে তার জন্য়?
advertisement
TelecomTalk এর একটি প্রতিবেদনে জানিয়েছে যে, এখন ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে CEIR (Central Equipment Identity Register) চালু করেছে সরকার। মোবাইল ফোনের চুরি রুখতে এই ব্যবস্থা চালু করেছে প্রশাসন। ২০১৯ সালে ১৩ সেপ্টেম্বর দাদরা এবং নগর হাভেলি, গোয়া এবং মহারাষ্ট্রে চালু হয় এই ব্যবস্থা। পরে ৩০ ডিসেম্বর ২০১৯-এ এটি চালু হয় দিল্লিতে। তবে এর মধ্যেই করোনা মহামারির ছড়িয়ে পড়ায় তার ব্যবহার দেশের বাকি অংশে সম্প্রসারিত করা যায়নি। CEIR অ্যাক্সেস করতে, ব্যবহারকারীরা এটির অফিশিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। অথবা Android এবং iOS-এর ক্ষেত্রে CEIR অ্যাপ ডাউনলোড করারও ব্যবস্থা রয়েছে। এর জন্যে ব্যবহারকারীকে কোনও টাকা দিতে হয় না। কী ভাবে কাজ করে এই ব্যবস্থা?
advertisement
সরকার জানিয়েছে, CEIR সমস্ত মোবাইল অপারেটরের IMEI ডাটাবেস সংযুক্ত করে৷ এবং তার জন্য, সমস্ত মোবাইলের ব্র্যান্ড এবং নেটওয়ার্ক অপারেটরদের সঙ্গে নিয়ে কাজ করে সরকার। CEIR সিস্টেম IMEI নম্বরের মাধ্যমে ফোনটিকে ব্লক বা ব্ল্যাকলিস্টেড করে। এমতাবস্থায় চোর মোবাইল ফোন চুরি করে সিমকার্ড বদলে নিলেও তা ব্যবহার করতে পারবে না।
advertisement
advertisement
advertisement
এই প্রক্রিয়াটি সম্পন্ন করার পরে, ব্যবহারকারীর ফোন ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যায়। একবার ব্লক হয়ে গেলে, ফোনটি ভারতের কোনও নেটওয়ার্কে ব্যবহার করা যায় না। সরকার বলছে, আইএমইআই ব্লক করার পরেও পুলিশ এটি ট্র্যাক করতে পারে। যদি আপনার ফোন পাওয়া যায়, তাহলে আপনি এটি আনব্লকও করে নিতে পারবেন পরে। CEIR এর একটি আনব্লক অপশনও রয়েছে।