সপ্তম পে কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে ৩৮ শতাংশ নয়, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবেন ৪২ শতাংশ ডিএ। পেনশনভোগীদের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে ৪ শতাংশ ডিয়ারনেস রিলিফ। এর ফলে কেন্দ্রীয় সরকারের প্রায় ৪৭.৫৬ শতাংশ কর্মচারী এবং ৬৯.৭৬ লাখ পেনশনভোগীরা উপকৃত হতে চলেছেন। কিন্তু, স্যালারি কত বাড়বে?
তবে, শুধু বাড়তি ডিএ-ই নয়। পাওয়া যাবে গত ২ মাসের এরিয়ারও। কারণ, এই ডিএ এবং ডিয়ারনেস রিলিফ চলতি বছরের জানুয়ারি মাস থেকেই কার্যকর করা হয়েছে। তাই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে শুধু মার্চ মাসের বেতন বেশি পাবেন তা-ই নয়, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বৃদ্ধি পাওয়া এরিয়ারও পাবেন। ডিএ বাড়ার ফলে প্রত্যেক বছরে ১২৮১৫ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে কেন্দ্রীয় সরকারের।