Rahul Gandhi | Congress | AITMC: কংগ্রেসের কালো প্রতিবাদে হঠাৎই হাজির তৃণমূল, মল্লিকার্জুন খাড়্গের বৈঠকে গেলেন ২ সাংসদ

Last Updated:

তবে, তৃণমূল কংগ্রেসের তরফে অবশ্য জানানো হয়েছে,কংগ্রেসকে এই সমর্থন একেবারেই ইস্যুভিত্তিক। কারণ, তাঁরা মনে করছেন, রাহুল গান্ধির সাংসদ পদ এভাবে খারিজ করে দেওয়ার বিষয়ে সমস্ত বিরোধীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করা উচিত।

নয়াদিল্লি: রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ ইস্যুতে এবার কংগ্রেসের পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস। সোমবার মল্লিকার্জুন খাড়্গের ডাকা বৈঠকে এদিন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। বৈঠকে ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, জহর সরকার। এমনকি, কংগ্রেসের ব্ল্যাক প্রোটেস্টেও অংশ নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি। তৃণমূলের এই পদক্ষেপকে রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। কারণ, কিছুদিন আগেই কালীঘাটে তৃণমূলের দলীয় বৈঠকে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের একলা চলো নীতি মেনে চলার বার্তা দিয়েছিলেন মমতা।
তবে, তৃণমূল কংগ্রেসের তরফে অবশ্য জানানো হয়েছে,কংগ্রেসকে এই সমর্থন একেবারেই ইস্যুভিত্তিক। কারণ, তাঁরা মনে করছেন, রাহুল গান্ধির সাংসদ পদ এভাবে খারিজ করে দেওয়ার বিষয়ে সমস্ত বিরোধীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করা উচিত।
আরও পড়ুন: OMR শিট বিকৃত করতে তৈরি করেছিল বিশেষ টিম! নিয়োগ দুর্নীতির অন্যতম 'নাটের গুরু' এই নীলাদ্রি দাস!
অন্যদিকে, তৃণমূলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। এবিষয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যাঁরাই আমাদের সমর্থন করেছেন, তাঁদের প্রত্যেককেই ধন্যবাদ। যাঁরাই গণতন্ত্র এবং সংবিধানকে বাঁচানোর জন্য আমাদের লড়াইয়ে শামিল হবেন, তাঁদের প্রত্যেককেই আমরা স্বাগত জানাই।"
advertisement
advertisement
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানাতে সোজা দিল্লি! এবার মোদি শরণে বঙ্গ বিজেপির সাংসদেরা
২০১৯ এর একটি মামলায় গত বৃহস্পতিবারই রাহুল গান্ধিকে ২ বছরের কারাদণ্ড দেয় গুজরাতের সুরাতের একটি আদালত৷ কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ তিনি ওয়ানাদে ভোটপ্রচারে গিয়ে 'মোদি' পদবির অপমান করেছেন৷ এরপরেই গত শুক্রবার, রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করার কথা ঘোষণা করা হয়৷ তারপর থেকেই রাহুল ইস্যুতে তপ্ত জাতীয় রাজনীতি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi | Congress | AITMC: কংগ্রেসের কালো প্রতিবাদে হঠাৎই হাজির তৃণমূল, মল্লিকার্জুন খাড়্গের বৈঠকে গেলেন ২ সাংসদ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement