TRENDING:

Darjeeling News: ডিসেম্বরের শুরুতে শৈলশহরে মেঘেদের ফাঁকে তার দেখা! চলল দেদার ফটোশ্যুট

Last Updated:

Darjeeling News: শীতের শুরুতে আকাশ হালকা পরিষ্কার হতেই শৈল শহর দার্জিলিং এর বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের ধরা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা।উত্তরবঙ্গের কথা আসলেই সবার প্রথমে মাথায় আসে পাহাড়ের রানী দার্জিলিং।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: শীতের শুরুতে আকাশ হালকা পরিষ্কার হতেই শৈল শহর দার্জিলিং এর বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের ধরা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা।উত্তরবঙ্গের কথা আসলেই সবার প্রথমে মাথায় আসে পাহাড়ের রানী দার্জিলিং। প্রত্যেক পর্যটকেরই মনে শৈলশহর দার্জিলিংকে ঘিরে একটা আবেগ কাজ করে। এখানে আসলেই চারিদিকে সারি সারি সবুজে ঘেরা পাহাড় মন মুগ্ধ করবে আপনার,যেখানে দাঁড়িয়ে দুচোখ ভরে উপভোগ করা যায় বরফের চাদরে মোরা কাঞ্চনজঙ্ঘাকে। বরাবরই এই কাঞ্চনজঙ্ঘাকে বিভিন্নভাবে বিভিন্ন রূপে উপভোগ করতেই দার্জিলিংয়ে ছুটে আসে পর্যটকেরা।
advertisement

আরও পড়ুনঃ ১৬ বছরে ঘরছাড়া, পালিয়ে আসেন মুম্বইয়ে, ১৫ বছর ধরে একের পর এক ফ্লপ! আচমকা একটা ছবি বদলে দেয় ‘এই’ সুন্দরীর গোটা জীবন.. কে তিনি?

ডিসেম্বরের শুরুতে ঘন কুয়াশাচ্ছন্ন আকাশে মেঘেদের ফাঁকে হঠাৎ করেই উঁকি দিল কাঞ্চনজঙ্ঘা আর তা দেখেই আনন্দে আত্মহারা পর্যটকেরা। শৈল শহরের বিভিন্ন রাস্তায় দাঁড়ালেই মেঘেদের ফাঁকে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অন্যদিকে টয় ট্রেনের চেপে জয় রাইড শেষে দার্জিলিং স্টেশনে ট্রেন থামতেই পর্যটকদের চোখে ধরা দিল বরফের জাদরে মোরা অপরূপ সুন্দর সেই মায়াবী কাঞ্চনজঙ্ঘা, তারপরেই সেই কাঞ্চনজঙ্ঘা কে দুচোখ ভরে উপভোগ করার পাশাপাশি ক্যামেরা বন্দী করতে ব্যস্ত পর্যটকেরা।ইতিমধ্যেই শীতের আমেজ উপভোগ করতে শৈল শহরে ভিড় জমিয়েছে প্রচুর পর্যটক।এই প্রসঙ্গে পাহাড়ে ঘুরতে আসা এক পর্যটকলক্ষ্মীপ্রিয়া মুখার্জি বলেন দার্জিলিংয়ে আশার মূল উদ্দেশ্যই হলো দুচোখ ভরে কাঞ্চনজঙ্ঘা কে দেখবো বলে, আর এবার হঠাৎ করে মেঘেদের ফাঁকে কাঞ্চনজঙ্ঘাকে দারুন ভাবে উপভোগ করতে পারলাম। ভীষণ আনন্দ হচ্ছে।

advertisement

আরও পড়ুনঃ যতই পচ্ছন্দ হোক, ভুলেও এঁরা মুখে তুলবেন না পেঁপে! বিপদের আর শেষ থাকবে না কিন্তু

শৈল শহরের মাথার উপর দাঁড়িয়ে রয়েছে সাদা বরফের চাদরের মোরা ঘুমন্ত উদ্ধা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা। বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে পর্যটকদের কাছে ধরা দিয়ে থাকে সকলের আবেগ সকলের ভালোবাসার কাঞ্চনজঙ্ঘা। বর্তমানে আকাশ পরিষ্কার থাকায় শহরের বিভিন্ন রাস্তায় দাঁড়িয়েই পর্যটকেরা এই কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। দুচোখ ভরে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পেরে বেজায় খুশি পর্যটকেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীতে পারে উৎসব! ঝাঁকে ঝাঁকে মানুষ ছুঁটছে নদীর দিকে! কারণ শুনলে চমকে উঠবেন
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: ডিসেম্বরের শুরুতে শৈলশহরে মেঘেদের ফাঁকে তার দেখা! চলল দেদার ফটোশ্যুট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল