TRENDING:

Malda Racket: মালদহে টোটো ও ই-রিকশ চোরাইচক্রের হদিশ, নম্বর প্লেট ও রঙ বদলে দেদার বিক্রি হচ্ছে চোরাই টোটো

Last Updated:

ধৃতদের জেরা করে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে পাঁচটি চোরাই টোটো, দাবি পুলিশের (Malda Toto and erickshaw theft racket)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইংরেজবাজার : মালদা শহরের বিভিন্ন এলাকা থেকে টোটো ও ই-রিকশ চুরি করে, নম্বর প্লেট ও রঙ বদলে গ্রামীণ এলাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ । চুরিচক্রের ছ’ জনকে গ্রেপ্তার করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল মালদহের ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের জেরা করে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে পাঁচটি চোরাই টোটো, দাবি পুলিশের (Malda Toto and erickshaw theft racket)। মালদা আদালতে পেশ করে তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ওই চক্রের বাকি কারবারিদের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
advertisement

আরও পড়ুন : কোভিডিধি মেনে ‘পাড়ায় শিক্ষালয়’-এর মহড়া শিলিগুড়ির খড়িবাড়িতে, বইখাতা নিয়ে হাজির কচিকাঁচার দল

বেশ কিছুদিন ধরেই মালদা শহরের বিভিন্ন এলাকা থেকে টোটো ও ই-রিকশ চুরির অভিযোগ আসছিল। গত এক মাসের মধ্যেই অন্তত ১৫ টি টোটো ও ই-রিকশ চুরির ঘটনায় অভিযোগ জমা পড়ে ইংরেজবাজার থানায়। এরপর এই ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে ইংরেজবাজার , ভূতনি ও মোথাবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে মোহন চৌধুরী , পিন্টু চৌধুরী এবং উৎপল কর্মকার চক্রের পান্ডা বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই চক্রের সঙ্গে বিভিন্ন লেদ কারখানার কিছু কর্মীও যুক্ত রয়েছে।

advertisement

আরও পড়ুন : ভয়াবহ দুর্ঘটনার চার বছর পর আজও সেই সেতু দেখলে শিউরে ওঠেন সকলে

অভিযোগ, মালদা শহর থেকে চুরি হওয়া বিভিন্ন টোটো ভূতনি নিয়ে গিয়ে নম্বর খুলে ফেলে, নতুন রং করে দেওয়া হত। এভাবেই ভোলবদল করা হচ্ছিল পুরনো টোটোর। শেষে, সেইসব চোরাই টোটো প্রতিটি ৪৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দামে গ্রামীণ এলাকায় বিক্রি করা হচ্ছিল। এদিন ধৃতদের মালদা জেলা আদালতে তুলে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাকি তিন জনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন : বিয়ের পর পরই দুটি কন্যাসন্তানের জন্ম দেওয়ার ‘অপরাধে’ গৃহবধূর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে অত্যাচার

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

এই চক্রের পাণ্ডাদের জেরা করে টোটো ও ই-রিকশ চোরাই চক্রের আরও দুষ্কৃতীদের খোঁজ মিলতে পারে বলে আশাবাদী পুলিশের তদন্তকারীরা। সম্প্রতি মালদা শহরে বেআইনি টোটো বিরোধী অভিযান শুরু করেছে পুলিশ। কিন্তু, অভিযোগ, গ্রামীণ এলাকায় এখনও সে ভাবে টোটোর ওপর নজরদারি নেই। এই সুযোগ কাজে লাগিয়ে মালদহের গ্রামাঞ্চলে এমন চক্রের হাত ধরে চোরাই টোটোর রমরমা বাড়ছে বলে এই চক্র গ্রেপ্তারের পর ইঙ্গিত মিলেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda Racket: মালদহে টোটো ও ই-রিকশ চোরাইচক্রের হদিশ, নম্বর প্লেট ও রঙ বদলে দেদার বিক্রি হচ্ছে চোরাই টোটো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল