স্কুল কবে খুলবে, তা এখনও অনিশ্চয়তার দোলাচলে। ২ বছরের কাছাকাছি প্রাথমিক বিদ্যালয় বন্ধ। ক্লাস নাইন থেকে দ্বাদশ শ্রেণী অবধি মাঝে দিন কয়েক খোলা ছিল। কোভিডের তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় ফের বন্ধ করা হয় স্কুলের দরজা। সর্বত্র স্কুল খোলার দাবি জোরালো হয়েছে। শুরু হয়েছে আন্দোলন। কিন্তু সরকার এখনও সবুজ সংকেত দেয়নি।(প্রতিবেদন-পার্থপ্রতিম সরকার)
এদিন গ্রামের ২২ জন খুদে পড়ুয়াকে আনা হল এক ছাতার তলায়! ক্লাস নিলেন স্কুলেরই শিক্ষিকা। খড়িবাড়ির প্রত্যন্ত গ্রাম ওয়ারিশজোতে হল এই ক্লাস। গ্রামের ছাত্র, ছাত্রীদের কাছে অনলাইনে পড়াশোনা সম্ভব হয়নি। আর্থিক অনটনের জেরে স্মার্টফোন তাদের কাছে বিলাসিতা। আর তাই কার্যত পড়াশোনা থেকে দূরে সরে গিয়েছিল গ্রামের কচিকাঁচারা।
পাড়ার স্কুলে এসে খুশি খুদে পড়ুয়ারাও। কেমন চলছে মহড়া? তা খতিয়ে দেখতে আসেন শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান। তিনি জানান, স্কুলছুটদের ফের বিদ্যালয়মুখী করাই লক্ষ্য৷ পাশাাশি শিক্ষক, শিক্ষিকাদের সঙ্গে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক ফিরিয়ে আনাও অন্যতম লক্ষ্য। (প্রতিবেদন-পার্থপ্রতিম সরকার)