Kalna housewife tortured : বিয়ের পর পরই দুটি কন্যাসন্তানের জন্ম দেওয়ার ‘অপরাধে’ গৃহবধূর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে অত্যাচার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
গুরুতর আহত অবস্থায় শনিবার থেকে কালনা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত গৃহবধূ (Housewife Tortured)
কালনা : কালনার বাঘনাপাড়ার বিজারা এলাকায় দুটি কন্যাসন্তান হওয়ায় গৃহবধূর যৌনাঙ্গে রড ঢুকিয়ে পাশবিক অত্যাচার চালানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে৷ গুরুতর আহত অবস্থায় শনিবার থেকে কালনা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত গৃহবধূ (Housewife Tortured)।
কালনার (Kalna) নিভুজি কোম্পানিডাঙা এলাকার বাসিন্দা শরিফা বিবির বিয়ে হয় ২০১৬ সালে, কালনার বাঘনাপাড়া বিজারা এলাকার তৌফিক শেখ নামে এক ব্যক্তির সঙ্গে৷ অভিযোগ, বিয়ের পর পরই দুটি কন্যাসন্তান হওয়ার পরই গৃহবধূর ওপর শুরু হয় পাশবিক অত্যাচার৷ কখনও যৌনাঙ্গে রড ঢুকিয়ে, কখনও যৌনাঙ্গের পাশে শিরীষ কাগজ দিয়ে ঘষে এবং গৃহবধূর বুকের ওপর মারধর করে বেশ কয়েক মাস ধরেই পাশবিক অত্যাচার চালাচ্ছিল তাঁর স্বামী (Housewife Tortured)। এমনকি, অভিযোগ, তাঁকে ডিভোর্স করে অন্য মেয়েকে বিয়ে করেবে সে, এমনও স্ত্রীকে জানিয়েছিল স্বামী তৌফিক শেখ।
advertisement
advertisement
আরও পড়ুন : আমফানে ক্ষতিগ্রস্তদের থেকেই এবার টাকা ফেরত চেয়ে চিঠি পাঠাল ব্লক প্রশাসন, চাঞ্চল্য তারকেশ্বরে
এর পর ওই গৃহবধূর পরিজনরা ওই গৃহবধূকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে শনিবার কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে। তার পর থেকেই কালনা হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। নির্যাতিত ওই গৃহবধূর বাবা ভুলু শেখের অভিযোগ, ‘‘মেয়ের ওপর পাশবিক অত্যাচারের কথা শুনে আমরা শ্বশুরবাড়ি থেকে তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করি।’’ পুরো ঘটনা কালনা থানায় লিখিত অভিযোগ আকারে জানাবেন জানান নির্যাতিতার বাবা ও নির্যাতিতা দু’জনেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 29, 2022 4:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalna housewife tortured : বিয়ের পর পরই দুটি কন্যাসন্তানের জন্ম দেওয়ার ‘অপরাধে’ গৃহবধূর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে অত্যাচার