রাজনীতির মঞ্চের পাশাপাশি এবারে সিনেমাতেও অভিনয় করতে দেখা যাবে রবীন্দ্রনাথ ঘোষকে৷ কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে শূন্য হৃদয় নামক একটি ছায়াছবিতে দরিদ্র পিতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কোচবিহার তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষকে।
আরও পড়ুন: জেল থেকে বেরোলে বড় খেলা! অনুব্রতকে নিয়ে এবার সুকান্তর বিস্ফোরক মন্তব্য ভাইরাল
advertisement
কখনও হুমকি কখনও নির্বাচনে বিরোধীদের এজেন্টকে হুমকি এসব ঘটনায় সংবাদমাধ্যমে নানা সময় শিরোনামে এসেছেন তিনি। সেই ছায়াছবির প্রথম দিনের শুটিংয়ের কাজ শুরু হল। কোচবিহার শহরের রেল গেটে এলাকার একটি বাড়িতে শুটিং করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। রবীন্দ্রনাথ ঘোষের ছেলের চরিত্রে অভিনয় করলেন বাংলাদেশের অভিনেতা যুবরাজ খান।
ছায়াছবির শুটিং দেখতে ভিড় জমে স্থানীয়দের। লাইট ক্যামেরা অ্যাকশনের মাঝেও রবীন্দ্রনাথ ঘোষ কে বলতে শোনা গেল অভিনয়ের ডায়লগ বলা থেকেও তার কাছে অনেক বেশি সোজা জনগণের সামনে বক্তব্য রাখা।তবে শুটিং শেষে নিউজ ১৮ বাংলার ক্যামেরার মুখোমুখি হয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "অভিনয় করে খুব ভাল লেগেছে, এটা একেবারে অন্যরকম অভিজ্ঞতা। পরিচালকও আমার অভিনয়ে খুশি হয়েছেন। ভবিষ্যতেও যদি সুযোগ পাই তাহলেও অভিনয় করতে পারি।"
আরও পড়ুন: 'ডাক্তারদের গাফিলতিতে মৃত্যু হলে...', বিধানসভা থেকে কঠোর 'ব্যবস্থার' সিদ্ধান্ত ঘোষণা মমতার
কোচবিহার পৌরসভার হাজারো কাজ৷ এছাড়াও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। হাজারো রকম কাজের চাপে মাথা তোলার সময় নেই। তবে এরই মাঝে সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন। স্ক্রিপ্ট মুখস্থ করে শুটিং ফ্লোরেও দিব্যি সময়মত হাজির রবীন্দ্রনাথ ঘোষ৷ আগামী বেশকয়েক দিন কাজের মাঝেও ব্যাস্ত থাকবেন শুটিং। নিজে অভিনয় করে আসলে স্থানীয় সিনেমা পরিচালক ও শিল্পীদের উতসাহ দিতে চাইছেন তিনি। আগামী দিনেও এভাবে স্থানীয় শিল্পীদের উতসাহ দিতে ও সিনেমাতে অভিনয়ে আগ্রহ বাড়াতে নিজে অভিনয় করবেন।
প্রবীর কুণ্ডু